বাংলার গর্ব মমতা কর্মসূচি সারলেন চুঁচুড়ার বিধায়ক
Read Time:48 Second
সুমন করাতি(হুগলি):বাংলার গর্ব মমতা কর্মসূচি সারলেন চুঁচুড়ার বিধায়ক।বুধবার চুঁচুড়ার জেলা স্পোর্টস গ্রাউন্ডে বাংলার গর্ব মমতা ও জলযোগ কর্মসূচি সারলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।এদিন বিধায়ক সাংবাদিকদের সামনে বাংলার গর্ব মমতা কর্মসূচি সম্পর্কে আলোচনা সাড়েন।তৃণমূল সরকারের কাজের খতিয়ানও এদিন তুলে ধরেন বিধায়ক।বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী সহ তৃণমূলের নেতা কর্মীরা।