বাঁকুড়ার সারেঙ্গার পর এবার সল্টলেক, ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক
সকাল সাড়ে আটটা নাগাদ সল্টলেকের সিসি ব্লকে পি অ্যান্ড টি আবাসনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। প্রথমে ভূমিকম্পের মতো পরিস্থিতি। পরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে জলে ভরে যায় এলাকা। আতঙ্ক কাটলে গিয়ে দেখা যায় ট্যাঙ্কের পরিস্থিতি।
বাঁকুড়ার সারেঙ্গার পর এবার অভিজাত সল্টলেক। এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩৩ হাজার লিটারের জলের ট্যাঙ্ক। সিসি ব্লকের বাসিন্দারা ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সল্টলেকের সিসি ব্লকে পি অ্যান্ড টি আবাসনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। প্রথমে ভূমিকম্পের মতো পরিস্থিতি। পরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে জলে ভরে যায় এলাকা। আতঙ্ক কাটলে গিয়ে দেখা যায় ট্যাঙ্কের পরিস্থিতি
স্থানীয় সূত্রে দাবি, ট্যাঙ্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা। তারাই ১০ থেকে ১৫ বছরের বেশি সময় ধরে তা রক্ষণাবেক্ষণ করে না বলে অভিযোগ। স্থানীয় কাউন্সিলর বিএসেনএল কর্তৃপক্ষকেও দোষারোপ করেছেন।
বাঁকুড়ার সারেঙ্গার ফতেডাঙা গ্রাম। এই গ্রামেই তৈরি হয়েছিল সাত লক্ষ লিটারের জলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকেই স্থানীয় গড়গড়্যা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষকে জল সরবরাহ করা হত। সেটি জানুয়ারি শেষের দিকে ধূলিসাৎ হয়ে যায়।
বছর ২ আগে জনস্বাস্থ্য কারিগরী দফতরের উদ্যোগে এই ট্যাঙ্কটি তৈরি হয়েছিল। এই ঘটনায় ট্যাঙ্কটি তৈরিতে সংশ্লিষ্ট দফতরের ঠিকাদারের গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে। ট্যাঙ্ক ভেঙে পড়ার পরেই বিজেপি থেকে সিপিএম, কংগ্রেস সবাই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তোলে।