চুঁচুড়ায় নতুন রাস্তার কাজের সুভারম্ভ করলেন বিধায়ক
Read Time:48 Second
সুমন করাতি(হুগলি):চুঁচুড়ায় নতুন রাস্তার কাজের সুভারম্ভ করলেন বিধায়ক।শুক্রবার হুগলি চুঁচুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মতিঝিল এলাকায় নতুন রাস্তা তৈরির কাজের সুভারম্ভ করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় নতুন রাস্তা তৈরির।এদিন সেই দাবি মেনে এলাকায় নতুন রাস্তা তৈরির কাজের সুভারম্ভ করলেন বিধায়ক।নতুন রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ।