ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বসতিতে ভয়াবহ অগ্নিকান্ড
Read Time:1 Minute, 3 Second
নিউজ ডেস্ক : আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঢাকুরিয়া স্টেশনের পাশে সেলিমপুরে রেললাইন লাগোয়া বসতিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে বসতির বেশ কয়েকটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০ টি ইঞ্জিন।
স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বসতির একটি ঘর থেকে আগুন বেরোতে দেখেন আশপাশের লোকজন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান দমকল কর্মীদের। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তাই বসতি লাগোয়া বাকি বাড়ির জানলা বন্ধ রাখার নির্দেশ দেন দমকল কর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।