চলতি মাসেই লঞ্চ করবে Xiaomi এর নতুন মডেল Redmi 10X

0 0
Read Time:1 Minute, 41 Second

নিউজ ডেস্ক: চিনা সংস্থা Xiaomi এর নতুন মডেল আসতে চলেছে। Redmi 10X। TENAA ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন। মনে পড়ে গেছে চলতি মাসের শেষের দিকেই লঞ্চ করবে এই ফোন।

Redmi 10X এর স্পিসিফিকেশন:

১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

২) ফোনের ভিতরে থাকছে Media Tek Helio G85 চিপসেট।

৩) ৬ জিবি RAM সহ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৪) ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

৫) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আর সামনে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৬) ৫০২০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। ২২.৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এই ফোনে।

৭) ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে এই ফোনে।

৮) এই ফোনের ওজন ১৯৮ গ্রাম।

৯) তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। আকাশি নীল, সবুজ ও সাদা।

১০) এই ফোনের দাম ১,৪৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা ১৬ হাজার টাকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!