সামনে এল Huawei তিনটি নতুন মডেল

0 0
Read Time:4 Minute, 37 Second

নিউজ ডেস্ক: 5G কানেক্টিভিটি নিয়ে শুক্রবার বাজারে এক Huawei এর তিনটি নতুন স্মার্টফোন। Huawei Nova 7 Pro, Nova 7 SE, Nova 7। চলতি মাসের শেষে লঞ্চ করতে পারে এই ফোন। এর সঙ্গে সামনে এসেছে এই তিনটি নতুন স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন। আসুন তা জেনে নেওয়া যাক।

Huawei Nova 7 Pro এর স্পেসিফিকেশন:

১) Android 10 অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে।

২) HiSilicon Kirin 985 চিপসেট থাকছে এই ফোনে।

৩) দু রকমের ভেরিয়েন্ট এ থাকছে এই ফোন। ৮ জিবি RAM সহ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং ৮ জিবি RAM সহ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

৪) ৬.৫৭ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

৫) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর সামনে থাকছে দুটি ক্যামেরা। ৩২ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা।

৬) ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে এই ফোনে।

৭) ৪০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। এর সঙ্গে থাকছে ৪০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৮) এই ফোনের ওজন ১৭৮ গ্রাম।

৯) পাঁচটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো, লাল, বেগুনি, সবুজ, নীল।

১০) এই ফোনের দাম ৩,৬৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রা অনুযায়ী ৩৯,৬০০ টাকা।

Huawei Nova 7 SE এর স্পেসিফিকেশন :

১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

২) এই ফোনে ভিতরে থাকছে HiSilicon Kirin 820 চিপসেট।

৩) দু রকমের ভেরিয়েন্ট এ থাকছে এই ফোন। ৮ জিবি RAM সহ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং ৮ জিবি RAM সহ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

৪) ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

৫) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড সেলফি ক্যামেরা।

৬) ৪০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। এর সঙ্গে থাকছে ৪০W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৭) ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে এই ফোনে।

৮) চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো, বেগুনি, নীল, সবুজ।

৯) এই ফোনের ওজন ১৮৯ গ্রাম।

১০) এই ফোনের দাম শুরু হচ্ছে ২,৩৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রা অনুযায়ী যা ২৫,৭০০ টাকা।

Huawei Nova 7 এর স্পেসিফিকেশন :

১) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

২) ফোনের ভিতরে থাকছে HiSilicon Kirin 985 চিপসেট।

৩) এই ফোনে ৮ জিবি RAM সহ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৪) ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

৫) এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

৬) ৪০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে।

৭) ফোনের ওজন ১৮০ গ্রাম।

৮) ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে এই ফোনে।

৯) এই ফোনের দাম ২,৯৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় ৩২,১০০ টাকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!