উত্তরপাড়া মাখলায় বেআইনি ভাবে মদ বিক্রি ভিড় জমছে বহিরাগত দের করোনার আতংকে স্থানীওরা

0 0
Read Time:1 Minute, 54 Second

সুমন করাতি ; বেআইনি ভাবে বাড়ি থেকে মদ বিক্রির অভিযোগ, অভিযুক্তর পাশে থাকার অভিযোগে স্থানীয় কাউন্সিলরের নামে পড়লো পোষ্টার।করোনা ভাইরাসের জন্য রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিদিন সাধারণ মানুষের উদ্যেশে বলছেন সোস্যাল ডিস্টেনসিং মেন্টেন করতে হবে।কিন্তু উত্তরপাড়া মাখলার ২১ নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে মদ বিক্রি তো চলছেই তাঁর সাথে সোশ্যাল ডিস্টেনসিং পযন্ত মানছে না এমন টাই অভিযোগ ওই এলাকার মানুষের।

মাখলা হরিশভা এলাকায় ছেলে ও মায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনি মদ বিক্রির অভিযোগ।ওই এলাকার স্থানীয় কাউন্সিলর খোকন মন্ডল কে জানিয়ে কোনো লাভ হয় নি বলে জানান এলাকার বাসিন্দা রা।স্থানীয় এক বাসিন্দা সঞ্জীব মাল বলেন করোনার জন্য বাইরে বেরোতে বারণ করছে সরকার কিন্তু আমাদের এলাকায় মদ কিনতে আসছে বে এলাকার লোকেরা যদিও কোনো লাইসেন্স প্রাপ্ত দোকান না বেআইনি ভাবে মা ও ছেলে বাড়ি থেকে মদ বিক্রি করছে।এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর খোকন মন্ডল বলেন আমি পুরো বিষয় টা শুনেছি।যদি কেউ বেআইনি ভাবে মদ বিক্রি করে থাকে তাহলে পুলিশ কে বলবো আইনি ব্যবস্থা নিতে।পাড়ার মানুষের পাশে আমি আগেও ছিলাম এখনো আছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

One thought on “উত্তরপাড়া মাখলায় বেআইনি ভাবে মদ বিক্রি ভিড় জমছে বহিরাগত দের করোনার আতংকে স্থানীওরা

  • June 7, 2022 at 9:19 pm
    Permalink

    এভাবেই দেশটা উচ্ছন্নে চলে গেল

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!