আরব সাগরেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ

0 0
Read Time:2 Minute, 7 Second

নিউজ ডেস্ক: মঙ্গলবার বিকেলের মধ্যেই আরব সাগরের ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিসর্গ। বুধবার বিকেলেই তা মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে। প্রথমে উত্তরমুখী পরে অভিমুখ পরিবর্তন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শেষ পর্যন্ত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে এটি মহারাষ্ট্রের রায়গরের কাছে হরিহরেশ্বর ও দামন উপকূলে আছড়ে পড়বে। এই ঘূর্ণি ঝড়ের গতিবেগ থাকবে থাকতে পারেন ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আবহাওয়াবিদরা জানিয়েছেন মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড় পঞ্চম থেকে ৩০০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে। মহারাষ্ট্রের মুম্বাই উপকূল থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, গুজরাটের উপকূল থেকে এই ঘূর্ণিঝড় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দূরে অবস্থান করছে। উত্তর-পূর্ব আরব সাগরে আগামী বেশ কয়েকদিন মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাটের দাদরা, নগর হাভেলি, মহারাষ্ট্রে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপ, কেরালা, কর্ণাটক, সাউথ কংকন ও গোয়া। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ৯৫ থেকে ১১৫ কিলোমিটার। গুজরাটে ও মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গুজরাটের সুরাতে ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!