কোয়ারেন্টিন সেন্টারে খাবারদাবারের মান নিয়ে বিক্ষোভ

0 0
Read Time:1 Minute, 35 Second

আলিপুরদুয়ার। এথেলবাড়ি সংলগ্ন শিশুঝুমরা গ্রামপঞ্চায়েতের দিল্লি পাবলিক স্কুলের কোয়ারেন্টিন সেন্টারে ১৭০ জন আবাসিক রয়েছেন । ওই সেন্টারে খাবারদাবারের মান নিয়ে বিক্ষোভ চরমে উঠল শুক্রবার ‌। এদিন দুপুরে খাবার দিলে আবাসিকরা খাবার ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে মাঠে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

তাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে । এমনকি আলুর খোসা পর্যন্ত  ছাড়ানো হচ্ছে না । দুপুরের খাবার  বিকেলে দেওয়া হচ্ছে ।  এদিকে খাবার সরবরাহকারীদের পালটা অভিযোগ, অত্যন্ত দুর্ব্যবহার করছেন কয়েকজন আবাসিক যুবক । বৃহস্পতিবার থেকে তাঁরা অন্য আবাসিকদের ক্ষেপিয়ে তুলছেন । ‌‌ খাবার সরবরাহকারীদের বক্তব্য, কখনও রাতে, কখনও বিকেলে নয়া নয়া আবাসিকরা আসছেন । ফলে খাবার রান্না করতে হচ্ছে সারাদিন । তাঁরা পালটা হুমকি দিয়ে জানান, আবাসিকরা তাদের সাথে দুর্ব্যবহার করলে তাঁরা খাবার সরবরাহকারীর দ্বায়িত্ব থেকে অব্যাহতি নেবেন ।

বিবেক সাহ, আলিপুরদুয়ার

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!