পুরোনো সম্পর্ককে দিন নতুনের ছোঁয়া

0 0
Read Time:1 Minute, 55 Second

নিউজ ডেস্ক: ডায়েট হোক কিংবা প্রেম – সবকিছুতেই কিন্তু ‘ডিটক্স’ জরুরি। যেমন ধরুন টানা বিরিয়ানি খাওয়ার পর আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করে যাকে বলে ‘ডিটক্স ডায়েট’। আবার যেমন মোবাইল স্ক্রিনে পড়লেও মাঝে মাঝে বই-এর পাতা ওলটাতে ইচ্ছা করে যাকে বলে ‘ডিজিট্যাল ডিটক্স’ । ঠিক তেমনভাবেই পুরোনো সম্পর্কের জ্যাম কাটাতেও দরকার ‘রিলেশনশিপ ডিটক্স’।

তবে এই ডিটক্স কিন্তু শুধুমাত্র ব্রেক-আপ বা ডিভোর্সের পরই নয় সম্পর্কে থেকেও ডিটক্স পক্রিয়া অবলম্বন করতেই পারেন। যেমন ধরুন,

১) আলাদা আলাদা ভাবে দুজনে ঘুরে আসুন। বন্ধু-বান্ধব বা পরিবারের অনান্যদের সঙ্গে।

২) নিজের পছন্দের কাজগুলো করুন। বই পড়া বা সিনেমা দেখা পছন্দ করলে তাই করুন।

৩) আড্ডা মারুন মন খুলে।

৪) কিছুদিন দু-জন আলাদা থাকুন।

৫) গান শুনুন।

৬) সাময়িক দূরত্ব তৈরি করুন।

৭) দুজন দুজনকে পছন্দের উপহারও দিতে পারেন।

এই দূরত্ব যদি পারস্পরিক টান বাড়ায় দেখবেন তখন হারিয়ে যাওয়া রোম্যান্সও ফিরে আসবে। মনে রাখবেন সম্পর্কে একঘেয়েমি আসা বা সম্পর্ক অভ্যাসে পরিনত হওয়া মানেই যে সম্পর্কে ইতি টানতে হবে এমন নয়। নিজেদের সময় দিন। দেখবেন পুরোনো আমেজ না পেলেও নতুনত্ব খুঁজে পাবেন যা করবে সম্পর্ককে মজবুত

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!