চার দুষ্কৃতী চিত্তরঞ্জন থেকে এক ব্যক্তিকে অপহরণ করে পালাতে গিয়ে ধরাপড়ল

0 0
Read Time:2 Minute, 47 Second

চিত্তরঞ্জন: বুধবার রাতে বোকারো চাষ এলাকা থেকে টাটা সুমো নিয়ে চিত্তরঞ্জন আসে কিছু যুবক।
আর তারা চিত্তরঞ্জনএর বাসিন্দা একজন কে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল গড়ে উঠে চিত্তরঞ্জনে।
যদিও বিষয়টি আঁচ করতে পেরে চিত্তরঞ্জন তিন নম্বর গেটে প্রহরারত আরপিএফ গাড়িটি আটকে দেয় এবং অপহৃত যুবককে উদ্ধার করে। ১৫ জুলাই রাত সাড়ে আটটা থেকে প্রায় ঘণ্টাখানেক চিত্তরঞ্জন তিন নম্বর গেট এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত টাটা সুমো এবং দুই ব্যক্তিকে চিত্তরঞ্জন পুলিশ তিন নম্বর গেট থেকে আরপিএফ এর সহযোগিতায় আটক করে থানায় নিয়ে যায় এবং রূপনারায়ণপুর পুলিশ আরও দু’জনকে ধরতে সমর্থ হয়।
পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ একটি টাটা সুমো ৫ জনকে নিয়ে তিন নম্বর গেট হয়ে চিত্তরঞ্জনে ঢোকে। তারপর চলে যায় শহরের সিমজুড়ি এলাকায় ৮৮ নম্বর রাস্তার ২০/এ বাড়ির সামনে। তারা সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই একটি মেয়ে অপহরণকারী এসেছে বলে চিৎকার করতে থাকে।এসময় স্থানীয় যুবক শচীন মির্ধাকে টাটা সুমোয় তুলে তারা পালিয়ে যাবার চেষ্টা করে।স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে বাইক নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করার পাশাপাশি তিন নম্বর গেটে ফোন করে ঘটনাটি জানিয়ে দেন। গেট বন্ধ রেখে আরপিএফ গাড়িটি আসতেই আটকানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর অতীন্দ্রনাথ দত্ত সহ অন্যান্য পুলিশকর্মীরা পৌঁছে যান।পুলিশ ওই টাটা সুমোর চালক জামশেদ আনসারি এবং মূল অভিযুক্ত অঙ্কিতকে থানায় ধরে নিয়ে যায়।অপরদিকে পলাতক দুইজনকে রূপনারায়নপুর পুলিশ আটক করে চিত্তরঞ্জন পুলিশের হাতে তুলেদেয়।তাদেরর নাম গুলি হল জামসেদ আরসারি, রবি, প্রিন্স, অঙ্কিত শর্মা,তাদের আজ আসানসোল কোর্টে তোলা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!