মাদ্রাসা উচ্চ মাধ্যমিক রাজ্যে দ্বিতীয় হয়ে মালদার তামান্না

0 0
Read Time:2 Minute, 1 Second

রতুয়া: মালদার মুখ উজ্জ্বল করল তামান্না। মাদ্রাসা মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় হয়ে মালদা জেলার মুখ উজ্জ্বল করল রতুয়ার ভাদোর বাসিন্দা তামান্না ইয়াসমিন৷ সে এবার মাদ্রাসা মাধ্যমিকে ৭৬৯ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে৷ আজ তামান্নাকে সংবর্ধনা দেয় ভাদো মুসলিম গার্লস মিশন কর্তৃপক্ষ৷

তামান্না রতুয়ার বটতলা আদর্শ হাইমাদ্রাসা থেকে এবার মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ৷ তার বাবা মনসুর আলম পেশায় গ্রামীণ চিকিৎসক৷ সে’ই বাড়ির একমাত্র মেয়ে৷ ছোট থেকেই পড়াশোনায় ভালো সে৷

মনসুর সাহেব বলেন, মেয়ের রেজাল্টে আমি যেমন আনন্দিত, তেমনই গর্বিত৷ তামান্নার এই সাফল্যের পিছনে ভাদো মুসলিম গার্লস মিশনের অবদান অনস্বীকার্য৷ আমি মিশনের প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই৷ ৷ আমি নিজে চিকিৎসক হতে চেয়েছিলাম৷ কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি৷ আমি আমার মেয়ের মাধ্যমে সেই ইচ্ছে পূরণ করব৷

তামান্না বলে, আমি ভাদো মুসলিম গার্লস মিশনে পড়াশোনা করি৷ তবে মাধ্যমিকের জন্য আমার রেজিস্ট্রেশন হয়েছিল বটতলা আদর্শ হাইমাদ্রাসা থেকে৷ ভবিষ্যতে আমি চিকিৎসক হতে চাই৷ আমার বাবার ইচ্ছে ছিল, তিনি একজন চিকিৎসক হবেন৷ তাঁর সেই ইচ্ছে পূরণ হয়নি৷ তাই আমি বাবার সেই স্বপ্ন পূরণ করতে চাই৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!