কন্যাশ্রী দিবসে সালানপুর ব্লকের তিনজন মহিলা ফুটবল খেলোয়াড়কে সম্মানিত করা হল

0 0
Read Time:2 Minute, 23 Second

নিউজ ডেস্ক: কন্যাশ্রী দিবসের উৎসব পালিত হল সালানপুর ব্লকে।কন্যাশ্রী দিবস উপলক্ষে ফিতা কেটে ব্লক অফিস থেকে একটি ট্যাবলো উদ্বোধন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সালানপুর ব্লকের বিডিও তপন সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি।এদিন অন্যান্য বছরের তুলনায় এবছর করোনার আবহে ছোট অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। তাছাড়া এদিন তিনজন কন্যাশ্রী ফুটবল খেলোয়াড়কে রাজ্য সরকারের দেওয়া শংসাপত্র, গাছের চারা, মোমেন্টো দিয়ে সম্মানিত করা হয় । এদিন সালানপুর ব্লকের বিডিও তপন সরকার বলেন ‘‌কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প’ এই প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসিত।সালানপুর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সালানপুর ব্লক অফিসে সামান্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল কন্যাশ্রী দিবস।আমাদের কাছে গর্ব যে রাজ্য স্তর থেকে এদিন বিশেষ কৃতিত্বের জন্য ব্লকের ৩জন কন্যাশ্রীকে পুরস্কৃত করা হয়।তারা হলেন ফুটবল খেলোয়াড় অদ্রিজা সরকেল,রুপালী বাউরি, মোনালিসা মারান্ডি সকলকে একটি শংসাপত্র ও একটি করে চারাগাছ প্ৰদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,
সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,যুগ্ম অধিকার মিহির কুমার দাস,সমাজসেবী ভোলা সিং,আশু তেওয়ারী,দেবপ্রিয় মজুমদার, ফুটবল কোচ রাজীব বাউরি সহ অনেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!