শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবে শিক্ষক দিবস পালন করা হলো,সাংবাদিক বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব

0 0
Read Time:3 Minute, 39 Second

সুমন করাতি,হুগলি: প্রয়াত রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি এদিন শ্রদ্ধা সহকারে পালন করল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন হুগলি প্রেসক্লাব সভাঘরে এক অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব এবং জেলা তৃণমূল কংগ্রেস কমিটির কো-অর্ডিনেটর বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মহান শিক্ষক রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক সাংবাদিক সম্মেলন করে দিলীপ যাদব স্নেহাসিস চক্রবর্তী জানান ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন সেই সেই কথা মাথায় রেখে শ্রদ্ধা সহকারে ৫ সেপ্টেম্বর দিন টি সারা দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আজকে তার জন্মদিনে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা সহকারে তাকে স্মরণ করছে। শিক্ষা ক্ষেত্রে বর্তমান তৃণমূল পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে তা এক কথায় অনন্য। শিক্ষার প্রগতি তে যেমন নুতন নুতন বিশ্ববিদ্যালয় গড়ে বিদ্যালয় গড়ে উঠছে বিশেষ করে মহিলা শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ফলে আরো বেশি করে মেয়েরা শিক্ষার অঙ্গনে প্রবেশ করছেন। এর সঙ্গে সঙ্গে যাতে ছাত্রছাত্রীরা আরো শিক্ষার প্রগতি তে আরো বেশি ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহন উল্লেখ ক্রমশ বাড়ছে।রাজ্য সরকার ছাত্র ছাত্রী দের স্কুল মুখী করতে এরাজ্যের নবম শ্রেণী অবধি সমস্ত ছাত্র ছাত্রীদের সবুজ সাথী প্রকল্প এ এপর্যন্ত ৭০ লক্ষ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করেছে যাতে তারা আরও সহজে বিদ্যালয়ে যেতে পারে এর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেএটা একটা যুগান্তকারী উদ্যোগ। এমনকি রাষ্ট্রসংঘ এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে। এর সঙ্গে সঙ্গে অন্যান্য ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প নিচ্ছে বর্তমান রাজ্য সরকার। এছাড়াও আমাদের রাজ্য সরকার বাজেটে শিক্ষা খাতে যে অর্থ বরাদ্দ করেন তা অন্যান্য রাজ্যের থেকে বহুলাংশে এগিয়ে রয়েছে। রাজ্য সরকার বর্তমান অর্থবর্ষে ১৮.০৩ কোটি টাকা শিক্ষাখাতে বরাদ্দ করেছেন এই অংকটা অন্যান্য রাজ্যের থেকে বহুলাংশে বেশি এ থেকেই বোঝা যায় শিক্ষা ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার কতটা মনোযোগী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!