“#proudtobeatelevisionactor”- অঙ্কিতা লোখান্ডে

0 0
Read Time:4 Minute, 3 Second

নিউজ ডেস্ক (অনামিকা নন্দী): শিবানি দান্ডেকরের ‘দু মিনিটে খ্যাতি পাওয়ার’ পোস্টে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে তার পোস্টে লেখেন, ‘ তাকে একটা জিনিস ভাবাচ্ছে।’ তিনি তার বিবৃতিতে লেখেন, ‘ভালো পরিবেশ থেকে এসে এবং ভালো শহর থেকে এসে, কোন ফ্যান্সি পড়াশুনা না করে তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসেন ২০০৪-এ।’ তিনি লিখেছেন, ‘২০০৪-এ “জি সিনে স্টার কি খোঁজ” শোতে অংশগ্রহণ করে তার এই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পদার্পণ।’ তবে যদিও বা তিনি মনে করেন, ‘তার আসল পথ চলা শুরু হয়েছে ২০০৯-এ পবিত্র রিস্তা সিরিয়াল দিয়ে। যা চলেছে ২০১৪ পর্যন্ত এবং এখনো পর্যন্ত তার টিআরপি মারাত্মক বেশি।’

তিনি তার বিবৃতিতে লিখেছেন, ‘খ্যাতি হলো একটা পণ্য। যেটা মানুষের ভালোবাসার মাধ্যমছ সকলে পেয়ে থাকে।’ তিনি লিখেছেন, ‘তিনি এখনও মনে করেন তিনি তাঁর চরিত্র “অর্চনার” খুব কাছের। কেননা তিনিই সেই চরিত্রের দরুনই এতো ভালোবা, সা এতো আশীর্বাদ মানুষের কাছ থেকে পেয়েছেন।’ তিনি বিবৃতিতে লিখেছেন, ‘তিনি একজন অভিনেত্রী হিসেবে টেলিভিশন এবং বলিউডে রয়েছেন ১৭ বছর ধরে এবং এখনো তিনি চালিয়ে যাচ্ছেন।’ তার বিবৃতি এটা বলে দিচ্ছে একজন টেলিভিশন সদস্য হয়ে তিনি খুব গর্বিত।

তিনি সবশেষে লিখেছেন, “তিনি চেষ্টা করছেন তার প্রয়াত বন্ধুর বিচার চেয়ে পাশে দাঁড়ানোর।” এটা অস্বীকার করার কোন প্রশ্নই ওঠে না যে সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পর থেকে তাঁর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সব সময় তাকে সমর্থন করে গিয়েছেন। তিনি লিখেছেন, “একজন নিজের বক্তব্য রেখেছেন যে আমি দু সেকেন্ডের খ্যাতি পাওয়ার জন্য সস্তায় প্রচার করছি।” তিনি মন্তব্য করেছেন, ‘কেন কেউ এই রকম বক্তব্য রাখবে তাকে নিয়ে।’ তিনি প্রশ্ন তুলেছেন, “শুধু তিনি টেলিভিশনে বেশি কাজ করেছেন আর বলিউডে তেমন কাজ করেননি তার জন্য? নাকি আপনি এমন একজনের পাশে দাঁড়িয়েছেন যার সাথে আপনার সম্পর্ক রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে?” তিনি টেলিভিশনে কাজ করা সকলের হয়ে লিখেছেন, ‘সকলকে যেনো সমান নজরে দেখা হয় কারণ সবাই একই পরিমাণ পরিশ্রম করে এবং শখে কাজ করেন।’

View this post on Instagram

"2 seconds of fame" This phrase got me thinking today. Coming from a tier 2 city and belonging to a humble background, I had no fancy education to show for myself. I entered the television industry in the year 2004 with a show called Zee Cine Star Ke Khoj. But my real journey began in 2009 with the show "PAVITRA RISHTA" which went on till 2014. I would be doing an injustice if I don't mention that it was among one of the best shows for 6 consecutive years with the highest GEC TRP on television till date. Fame is only a byproduct of the love and warmth that an actor receives from the masses. Along with all the viewers, I, too still feel connected to the character of "ARCHANA". Both, my fate and the people have been kind enough to me shower their blessings and love upon me. The aspiration of an actor trying to portray as many different roles and characters as possible, led me to explore. Luckily, I got the opportunity to work in Manikarnika as well as Baghi 3. To conclude, I have been an ACTOR in Television & Bollywood for the past 17 years & now, when I am trying to support justice for my late friend, a view has been expressed that I am seeking JUSTICE because I need 2 seconds of fame and cheap publicity! I cannot fathom as to why any person would take such a stand. Is it because I have worked mostly on television and not in Bollywood? Is that why you would take a stand for the person with whom you have had a relationship for almost a decade? Stop looking down on we television actors, if that was your reason for describing my words as 'GROTESQUE' . It takes an equal amount of hard work and dedication for the actors in the television industry as it would take in Bollywood. I am proud to be a television actor. And if not for anything, I shall always raise my voice for the people I love and care about. #proudtobeatelevisionactor #WarriorsRoar4SSR #justiceforsushant

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

তিনি গর্ববোধ করেন একজন টেলিভিশন অভিনেত্রী হয়ে এবং মনে করেন, ‘তিনি সবসময় নিজের আওয়াজ তাদের হয়ে তুলবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং যাদের তিনি পরোয়া করেন।’ সমস্ত কিছু শেষে তিনি ট্যাগলাইন দিয়েছেন #প্রাউডটুবিআটেলিভিশনঅ্যাক্টর এবং #জাস্টিসফরসুশান্ত ও #ওয়ারিয়ার্সফরএসএসআর। তার এই বিবৃতিতে সমর্থনও করেছেন তার অনেক অনুরাগী সহ সহকর্মী এবং বন্ধুরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!