হুগলি জেলায় গোষ্ঠিকোন্দল মেটাতে আট জনের কোর কমিটি তৃণমূলের,ডানা ছাটা হলো দিলীপের

0 0
Read Time:4 Minute, 55 Second

সুমন করাতিঃ হুগলি জেলায় তৃণমূল দলের একেরপর এক গোষ্ঠিকন্দলের খবর প্রকাশ্যে আসছিল।জেলাসভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন হুগলি জেলার বেশকিছু বিধায়ক ও সাংসদরা।সবার প্রথমে আগামী বিধানসভা ভোটে তৃণমূলের ভালো ফল করতে একত্রিত হবার ডাক দেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল।সেখানে তিনি বিধায়ক সাংসদদের একত্রিত না করে দলীয় কর্মসূচি করার বিরুদ্ধে তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দাগেন।এরপরেই উত্তরপাড়ায় এসে নাম না করে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না।এরপর আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি দিলীপ যাদবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন জেলা সভাপতি কাউকে কিছু না জানিয়ে নিজের ইচ্ছামত দলীয় কর্মসূচি নিয়ে নিচ্ছেন যেখানে সাংসদ বিধায়কদের ডাকাও হচ্ছেনা।সিঙ্গুরে তৃণমূলের মিছিল আর পাল্টা মিছিল নিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী ক্ষুন্ন হয়েছিলেন বলেও জানা গিয়েছিল।এখানেই থেমে থাকেনি হুগলি জেলায় তৃণমূল দলের গোষ্ঠিকন্দল।

সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত এর কথাতেও উঠে এসেছিল দলের মীরজাফরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা।এককথায় জেলা সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে একত্রিত হচ্ছিল দিলীপ বিরোধী শিবির।এরপর গোষ্ঠিকন্দল মেটাতে হস্তক্ষেপ করতে হয় তৃণমূলের উচ্চ নেতৃত্বকে।বুধবার কলকাতায় সাংসদ অভিষেক ব্যানার্জী ও প্রশান্ত কিশোরের উপস্থিতিতে হুগলি জেলার নেতৃত্বের সাথে বৈঠক হয়।এদিনের বৈঠকে হুগলি জেলায় গোষ্ঠিকন্দল মেটাতে সাত জনের কোর কমিটি গঠন করে তৃণমূলের রাজ্য নেতৃত্ব।সূত্র মারফত জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বয়ং ফোন করে কোর কমিটি গঠনের কথা জানিয়েছেন সকলকে।কোর কমিটিতে রাখা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী,বিধায়ক প্রবীর ঘোষাল,জেলা সভাপতি দিলীপ যাদব,মন্ত্রী তপন দাশগুপ্ত,মন্ত্রী অসীমা পাত্র,সাংসদ অপরূপা পোদ্দার,বিধায়ক বেচারাম মান্না,বিধায়ক স্নেহাসিস চক্রবর্তী কে।জানা যাচ্ছে বৈঠকে সির্ধান্ত হয়েছে এই সাত জনের কোর কমিটি হুগলি জেলার তৃণমূল দলের আগামী দিনের কর্মসূচির রূপরেখা ঠিক করবে।একক সির্ধান্ত নিয়ে কেউ জেলায় কিছু করতে পারবেনা।আগামী বিধানসভা ভোটে হুগলি জেলার জন্য রূপরেখাও ঠিক করবে সাত জনের কোর কমিটি।বিধায়ক প্রবীর ঘোষাল জানান আগামী শনিবার শ্রীরামপুরে প্রথম বৈঠকে বসবে নতুন গঠিত সাত জনের কোর কিমিটি।সেখানে আগামী দিনের তৃণমূলের কর্মসূচি নিয়ে রূপরেখা ঠিক করা হবে।রাজনৈতিক মহলের মতে এদিন হুগলি জেলায় সাত জনের কোর কমিটি গঠন করে এক কথায় হুগলি জেলা তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের ডানা ছাটলো তৃণমূলের রাজ্য নেতৃত্ব।যেখানে জেলা সভাপতি দলের বিষয়ে এক সির্ধান্ত নিতেন তার সাথে এখন সাত জনের কমিটি গড়ে দেওয়া জেলা সভাপতির ডানা কাটারই সমান বলে মনে করছে রাজনৈতিক মহল।এখন দেখার বিষয় এদিনের বৈঠক ও কোর কমিটি গঠনের পর হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠিকন্দল আয়ত্তে আসে কিনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!