হাফিজের কারণেই বেকায়দায় পাকিস্তান

0 0
Read Time:2 Minute, 21 Second

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থা এফএটিএফ এর প্রভাব থেকে বাঁচতে গত কয়েক মাস থেকেই গুটি সাজাচ্ছিছিল পাকিস্তান। ধূসর তালিকা থেকে কালো তালিকায় চলে যাওয়া আটকাতে ইতিমধ্যেই দাউদ ইব্রাহিম সহ ২১ জন কুখ্যাত সন্ত্রাসবাদীকে ভিআইপি সাজানোর চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান।ওয়াকিবহাল মহলের ধারণা বুধবার থেকেই শুরু হওয়া এফএটিএফ এরপর থেকে কার্যত কোনো ভাবেই বাঁচার সুযোগ নেই ইমরান খানের।কারণ বর্তমানে কোনভাবেই তারা এফএটিএফ এর শর্ত পূরণ করে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে পারবে না। উল্টে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নির্দেশে লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সাঈদ ও হিজবুল মুজাহিদীন প্রধান সালাউদ্দিন এর হাত ধরে কাশ্মীরে পাক মদনপুর অনুপ্রবেশের চেষ্টার কথা জানাজানি হওয়ার পরই চাপ বেড়েছে ইসলামাবাদের ওপর।প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসেই দুবার পাক অধিকৃত কাশ্মীর এর মাধ্যমে ভারতে অস্ত্রপাচারের ছক কষেছিল পাকিস্তান। বেশ কয়েকবার জঙ্গী অনুপ্রবেশের চেষ্টা ও হয়। যদিও ভারতীয় সেনা তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
আরও সহজভাবে বললে অর্থ তছরুপ ও জঙ্গী কার্যকলাপে অর্থের যোগান বন্ধে একাধিকবার পাকিস্তানকে সতর্ক করা হলেও এই ব্যাপারে বরাবরই উদাসীন থেকেছে তারা। উল্টে জঙ্গী কার্যকলাপ আরও বেড়েছে পাকিস্তানি।বর্তমানে এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সন্ত্রাসবাদ বিরোধী এই আন্তর্জাতিক সংস্থা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!