লোকাল ট্রেন সংখ্যা নিয়ে বিস্তারিত খবর

0 0
Read Time:2 Minute, 6 Second

নিউজ ডেস্ক (প্রীতি বসাক): রেল – রাজ্যের বৈঠকে বুধবার থেকে ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড় কমাতে লোকাল ট্রেন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল রাজ্য সরকার। সেই অনুরোধকে প্রাধান্য দিয়েই ১৮১টি লোকাল ট্রেনের পরিবর্তে ৬৯৬টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

দক্ষিণ পূর্ব রেল চালাবে ৮১টি। শিয়ালদহ ডিভিশনে চলবে ৪১৩ টি ট্রেন। হাওড়া ডিভিশন চালবে ২০২টি ট্রেন। শিয়ালদহ ডিভিশন ৪১৩টি ট্রেনের মধ্যে কৃষ্ণনগর শাখায় চলবে ২২টি ট্রেন। নৈহাটি রুটে ১০টি, রানাঘাট-লালগোলা রুটে ১০টি, হাসনাবাদের দিকে ২৬টি, বারাসত-দত্তপুকুর শাখায় ৮টি, শান্তিপুর রুেট ১৪টি, কল্যাণী সীমান্ত শাখায় ১৪টি, ব্যারাকপুর রুটে ১৮টি, ডানকুনি-বারুইপুর শাখায় ৩২টি, রানাঘাট-গেদে শাখায় ২৪টি, রানাঘাট রুটে ১৩টি, বনগাঁ শাখায় ৩৯টি, রানাঘাট-বনগাঁ শাখায় ১৭টি ট্রেন চলবে।

শিয়ালদহ দক্ষিণ শাখা বজবজ জন্যে ২৭টি ট্রেন, ক্যানিং রুটে ৩১টি, ডায়মন্ড হারবার শাখায় ২৪টি, লক্ষীকান্তপুর-নামখানা শাখায় ২১টি, সোনারপুর শাখায় ১৯টি, বারুইপুর শাখায় ২১টি, হাওড়া ডিভিশনে শেওড়াফুলি শাখায় ১৪টি, শ্রীরামপুর শাখায় ৬টি, সিঙ্গুর শাখায় ২টি, হরিপাল শাখায় ২টি, ১৯টি লোকাল চলবে তারকেশ্বর শাখায়, ব্যান্ডেল শাখায় ৩৮টি, বর্ধমান মেইন লাইনে ২০ টি ও কর্ড লাইনে ২২ টি ট্রেন চলবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!