কিংবদন্তিকে শ্রদ্ধা জ্ঞাপন ইস্টবেঙ্গল সদস্যদের

1 0
Read Time:3 Minute, 6 Second

নিউজ ডেস্ক (অনামিকা নন্দী): তাঁর প্রয়াণে শোকাহত সারাবাংলা। প্রবাদপ্রতিম অভিনেতাকে শ্রদ্ধা জ্ঞাপন ইস্টবেঙ্গল ক্লাবের। সোমবার তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে, আবেগপ্রবণ ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা। শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে হাজির ছিলেন ক্লাবের কর্তা দেবব্রত সরকারও। লাল হলুদ পতাকায় মুড়ে দেওয়া হয় কিংবদন্তি অভিনেতাকে। ক্লাবের তরফ থেকে সচিব কল্যাণ মজুমদারও শোক বার্তা জানান। তিনি শোক বার্তা জানিয়ে লেখেন-

“সৌমিত্র চট্টোপাধ্যায়
(১৯৩৫ – ২০২০)

সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু একটি নাম নয়, বাংলা চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের ধ্রুবতারাও বটে। সত্যজিৎ রায়ের অপু হয়ে পথ চলা শুরু করে, ফেলুদার মগজাস্ত্র ব্যবহার করে, ক্ষিদ্দার লড়াই ও ময়ূর বাহনের মধ্যে বাঙালি খোঁজ পেয়েছে তাদের প্রাণের মুখ সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শুধু ক্যামেরার সামনে নয় – নাট্যমঞ্চ, নাট্য পরিচালনা, সাহিত্য ও কবিতার জগতেও ছিল তাঁর উজ্জ্বল বিচরণ। রবীন্দ্রনাথ তাঁর অনুপ্রেরণা আর মানুষের উৎসাহ ছিল তাঁর ছায়াসঙ্গী। বাঙালির অপু, বাঙালির ফেলুদা, বাঙালির উদয়ন পণ্ডিত নিজে ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের লড়াইয়ের ফুটবলের অনুরক্ত। লাল হলুদ জার্সি র প্রতি ছিল তাঁর ‘চাপা আকর্ষন’। পঞ্চ পাণ্ডবের খেলা দেখে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি তৈরি হয়েছিল এক ‘সুপ্ত গৌরব’ বোধ এবং ক্লাবের সেই ফরওয়ার্ড লাইন জীবনের শেষ দিন পর্যন্ত তাঁকে দিতো ‘বিদ্যুতের চমক’। ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য, আমাদের সকলের প্রাণের গৌরব সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ইস্টবেঙ্গল ক্লাব জানায় মর্মাহত হৃদয়ের গভীর শ্রদ্ধাঞ্জলি। ফেলুদা-রা যান না, রয়ে যান সকলের হৃদয়ে, সকলের ভালোবাসায়।”

ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য পদে ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে ক্লাবের লাল-হলুদ পতাকা অর্ধনমিত রাখা হয় সোমবার। নিজেদের মতন করে এদিন কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!