এবার সহজেই বুড়োদের যৌবন ফিরিয়ে দেওয়া যাবে

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক: শরীরে যতবারই কোষ পুনরায় গঠন করা হবে ততই যৌবন আরো কমে যাবে। এটি টেলোমেজের ঘাটতির কারণে হয়।এটি একই কাঠামো, যার মাধ্যমে আমাদের ক্রোমোজোম গুলি ক্যাপস হয়ে যায়। ইজরাইলের বিজ্ঞানীরা বলেছেন যে তারা এই প্রক্রিয়াটিকে বিপরীত করতে সফল হয়েছেন। অর্থাৎ তারা বয়স কমানোর পথে হাঁটছেন। তেমনি তাদের গবেষণা। ৩৫ জন রোগীর ওপর এই গবেষণা চালানো হয়েছে। এই গবেষণায় জড়িত ব্যক্তিরা তিন মাসের জন্য প্রতি সপ্তাহে ৯০ মিনিটের পাঁচটি সেশনে অংশ নিয়েছিলেন। সবাইকে বসানো হয়েছিল হাইপারবারিক অক্সিজেনের ঘরে। ফলস্বরূপ সমস্ত টেলোমেস ২০ শতাংশ বেড়েছে। এর আগেও কয়েকজন গবেষক চেষ্টা করেছিলেন তবে তারা সফল হতে পারিনি।

শেল ইফের্তি, তেল অভিভ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন এন্ড ফ্যাকাল্টি স্কুল অফ নিউরোসায়েন্সেস্ একজন চিকিৎসক এবং শীর্ষ গবেষক বলেছেন,”একবার যমজদের মধ্যে একজনকে নাসায় মহাকাশে পাঠানো হয়েছিল এবং অন্যজনকে পৃথিবীতেই অবস্থান করানো হয়েছিল। আমাদের গবেষণায় টেলোমিরের এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল। স্পষ্ট দেখা গিয়েছিল যে বাহ্যিক পরিবেশে পরিবর্তনগুলি বার্ধক্যের মূল সেলুলার কে প্রভাবিত করতে পারে।

এই গবেষণায় আরও প্রকাশিত হয়েছিল যে এই থেরাপির মাধ্যমে সংবেদনশীল কোষগুলি ৩৭ শতাংশ হ্রাস পায়। যার ফলে নতুন স্বাস্থ্যকর কোষ গুলি পুনরায় তৈরি হয়।প্রাণী গবেষণায় দেখা গিয়েছে এই প্রসারণ এর ফলে বেঁচে থাকার সময় ৩৩ শতাংশের বেশি বেড়ে যায়।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বৃদ্ধ বয়সই আলঝাইমারস, আর্থারাইটিস, ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগের জন্য দায়ী। ফলে এর থেকে মুক্তি পেলে অনেক রোগের হাত থেকে মুক্তি মিলবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!