সৌরভ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ ইতিহাসবিদ রামচন্দ্র গুহের

0 0
Read Time:2 Minute, 20 Second

নিউজ ডেস্ক: প্রবল সমালোচনার মুখে পড়তে হলো এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে, তীব্র আক্রমণ করলেন নামী ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনবছর আগে ভারতীয় ক্রিকেট সংস্কারের প্রধান ব্যবস্থাপক হিসেবে রামচন্দ্র গুহ পদক্ষেপ খুবই উল্লেখযোগ্য। কিন্তু এক্ষেত্রে, খুব একটা পরিবর্তন আনতে না পেরে সে বছরের জুনেই সরে গিয়েছিলেন।

বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় যেভাবে বোর্ড চালাচ্ছেন, তাতে তিনি খুশি নন। তিনি জানিয়েছেন, “সৌরভ অর্থের লােভ সামলাতে পারছেন না, তাই ফ্যান্টাসি অ্যাপের বিজ্ঞাপন করলেন কোনওকিছু না ভেবেই। এভাবে কোনও বাের্ড প্রেসিডেন্ট আইপিএলের সময় ওই অ্যাপের হয়ে বলতে পারেন, আমার জানা নেই।” আইপিএল নিয়ে চালু হওয়া এক ফ্যান্টাসি অ্যাপের বিজ্ঞাপনে সৌরভ গঙ্গোপাধ্যায় অংশ নিয়েছিলেন। একজন বাের্ড সভাপতি কেন এভাবে ফ্যান্টাসি অ্যাপের বিজ্ঞাপনে অংশ নেবেন, এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। নতুন একটি বইতে লিখেছিলেন, “দ্য কমনওয়েলথ অব ক্রিকেট: আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মােস্ট সাটল অ্যান্ড সফিস্টেকেটেড গেম নােন টু হিউম্যানকাইন্ড।” তিনি আরও বলেছেন, “বর্তমানে ভারতীয় ক্রিকেট তাে আসলে চালাচ্ছে এন শ্রীনিবাসন ও অমিত শাহ। রাজ্য ক্রিকেট সংস্থাগুলিতে বসে রয়েছে কারাের পুত্র কিংবা কন্যা, আর রঞ্জিতে ক্রিকেটাররা বেতন পাচ্ছেন অনেক দেরিতে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!