অবশেষে কৃষকদের সঙ্গে বৈঠকে বসছে কৃষিমন্ত্রী

0 0
Read Time:2 Minute, 0 Second

নিউজ ডেস্ক: এতদিনে বরফ গলল। এবার কোন শর্ত ছাড়াই আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। দুপুর তিনটে বিজ্ঞান ভবনে আলোচনায় বসতে চেয়ে পাঞ্জাবের ৩২ টি কৃষক সংগঠনকে চিঠি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের। এর বদলে পাঞ্জাব কিষাণ কমিটি দাবি করে বৈঠকে সমস্ত কৃষক সংগঠন গুলো কে ডাকতে হবে। পাঞ্জাব কিষান কমিটির যুগ্ম সম্পাদক বলেছেন, দেশে পাঁচশ’র বেশি কৃষক সংগঠন রয়েছে। সুতরাং সব সংগঠনকে ডাকা না হলে আলোচনায় বসা যাবে না।

সম্প্রতি মোদি সরকারের আনা নতুন কৃষি আইন এর জেরে, রাজধানীর বুকে আন্দোলন চালাচ্ছে হাজার হাজার কৃষকরা। এরইমধ্যে প্রধানমন্ত্রী দাবি করেন, কৃষি আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন, আগের সরকারের সময় কৃষকদের এমএসপির নামে প্রতারণা করা হতো। কিন্তু এখন তা হয় না। নতুন কৃষি আইন, কৃষকদের আগের থেকে অনেক সুবিধে দেবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে প্রধানমন্ত্রী যত কৃষি আইনএর সমর্থনে সুর চড়াচ্ছেন, ততোই দিল্লিমুখী কৃষকদের বিক্ষোভের আঁচ ততোই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ঘরে-বাইরে বিজেপির অস্বস্তি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিকে সামাল দিতে না পারলে, আগামী দিনে মোদি সরকারের প্রতি সমর্থন থাকবে কিনা সেটা ভেবে দেখার সময় এসেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!