বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দার্জিলিং জেলা পার্বত্য জলবিদ্যুৎ কর্মচারী সংগঠন এর পক্ষ থেকে অভিযোগ জানানো হল

1 0
Read Time:2 Minute, 37 Second

নিউজ ডেস্ক: ২০১৭ সাল দার্জিলিং জেলা পার্বত্য জলবিদ্যুৎ কর্মচারী সংগঠন পক্ষ থেকে সমস্ত অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে লড়াই করছিল। ইতিপূর্বে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং ডিসিএল কর্তৃপক্ষকে অনেকবার ডেপুটেশন দেওয়া হয়েছে তা সত্ত্বেও এদের সমস্যার কোনো সমাধান হয়নি।
দাবি-দাওয়ার মধ্যে মুখ্য দাবী হল পার্বত্য অঞ্চলের জন্য যে হিল অ্যালাউন্স ঘোষণা করা হয়েছে সেটা যাতে কন্ট্রাকটর হজম না করে, শ্রমিক ও কর্মীদের পাইয়ে দেয়। তাছাড়া এনাদের স্থায়ীকরণ ও যে বেতন কাঠামো আদালত কর্তৃক নির্ধারিত ২১,৬০০, সেটা যাতে ওরা পায় সেই ব্যবস্থা করা। পার্বত্য অঞ্চলের স্থানীয় দাবি-দাওয়া গুলিও রয়েছে গ্রামীণ এলাকায় রাস্তাঘাটের ব্যবস্থা, স্বাস্থ্য কেন্দ্রের যথাযথ ডাক্তার পোস্টিং ইত্যাদি অবিলম্বে সরকারের দেখা উচিত। এই ঠিকা কর্মীরা আসল ঝুঁকিপূর্ণ কাজগুলি করে। তারা হাই ভোল্টেজ লাইনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন অথচ যৎসামান্য বেতন পায়।

এমনকি তাদের জন্য প্রদেয় পার্বত্য ভাতা বা হিল অ্যালাউন্স ঠিকা সংস্থাগুলি এদের দিচ্ছে না। অন্যান্য সুবিধা যেমন চিকিৎসা, রিটারমেন্ট এর পরে সুযোগ সুবিধা থেকে এরা বঞ্চিত, গত তিন বছর ধরে। এছাড়া বিভিন্ন রিমোট এলাকা থেকে এসে বারংবার প্রশাসন ডাবলুবিএসসিডিসিএল এর কাছে তুলে ধরেছে কিন্তু তার সমাধান হয়নি। বরঞ্চ ন্যূনতম সৌজন্যতা পর্যন্ত এরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে পাননি।

কিছু কিছু শ্রমিক আছেন ৭ হাজার টাকা মাইনেতে কাজ করতে বাধ্য হচ্ছে। এটা ঠিকা সংস্থাগুলির শোষণ নীতির ফল। যা ডব্লিউবিএসইডিসিএল কর্তৃপক্ষ এবং সরকার জেনেও নজর এড়িয়ে যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!