কাঁথি থেকে তৃণমূলকে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারী

0 0
Read Time:3 Minute, 4 Second

নিউজ ডেস্ক: কালকে তৃণমূলের পদযাত্রার ও জনসভা পরে আজকে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজেপির হয়ে জনসভা করেন শুভেন্দু অধিকারী। জনসভার মঞ্চ থেকে বার্তা দেন, ‘একুশে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। আমার সিদ্ধান্ত ভুল হয়নি, সাধারণ মানুষ পথযাত্রায় রাস্তায় বেরিয়েছে। এতেই জনগন বুঝিয়ে দিল, তারা আমায় স্বীকৃতি দিয়েছে।’

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পদ্ম ফুটিয়ে তিনি ঘুমোতে যাবেন। বলেন, ‘তৃণমূলের বিদায় হবে, পদ্ম ফুটিয়ে ঘুমোতে যাব।’এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, লাল চুল, কানে দুল, তার নাম যুব তৃণমূল।

তৃণমূলকে আক্রমণ করে বলেন, ভাইপোর ডায়মন্ডহারবারে জোড়া মেডিক্যাল কলেজ ও জোড়া বিশ্ববিদ্যালয় দিয়েছে। কিন্তু ‘পূর্ব মেদিনীপুরে বলেছিল মেডিক্যাল কলেজ দেবে, সেটা কোথায় এখনও তো হল না?

ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিলেন, মেয়র কী কাজ করে মানুষ জানেন। তিনি আরও বললেন, ‘উপনির্বাচনে টিকিট পায়নি বলে মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ’আবার তিনি কোন মুখে বলেন, ‘তৃণমূলের পায়ে শুভেন্দু-কাঁটা ফুটেছে। এটা জেলার সঙ্গে দক্ষিণ কলকাতার লড়াই নয়।’

‘২০১১ সালের আগে তৃণমূলকে দেখা যেত না, দাবি শুভেন্দু অধিকারীর।তিনি আরও দাবি করেন, যে সময় কেউ কিরণময় নন্দ, লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে কেউ লড়তে চায়নি সেই সময় তিনি লড়ে ছিলেন দলের হয়ে।
গতকালের সৌগত রায়ের বক্তৃতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘সৌগত রায় বড় বড় কথা বলে গেছেন। ১৯৯৮ সালে একদিকে মমতার পতাকা, অন্যদিকে বিজেপির পতাকা। তখন কী বলেছিলেন সৌগত রায়, সবাইকে শোনাব। বনগাঁতে সৌগত রায়ের প্রচারের জন্য আমাকে পাঠিয়েছিল। ’

শাহরুখ খানের ছবির সংলাপকে মনে করিয়ে শুভেন্দু অধিকারী বলললেন, ‘এখন ট্রেলার দেখছেন, সিনেমা বাকি আছে। ঘোষণা করেন, ‘নন্দীগ্রামে ৭ তারিখে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা ৮ তারিখে বিজেপির হয়ে সভা করবেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!