এবার উল্টো সুর ধরলেন কংগ্রেস নেতা

0 0
Read Time:2 Minute, 25 Second

নিউজ ডেস্ক: ব্রিগেড থেকে ফিরে এসেই অন্য সুর গাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সর্ব ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বামপন্থীরা নেমন্তন্ন করেছিল বলেই তিনি গিয়েছিলেন। আই এস এফ এর সঙ্গে আসন নিয়ে কোনও সমঝোতা আলোচনা হয়নি। গতকাল ব্রিগেডের মহাসমাবেশে যখন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেইসময় মঞ্চে ওঠেন আব্বাস সিদ্দিকী। আর সেই দেখে তার সমর্থকরা ভাইজান স্লোগান দিতে থাকে। মাঝপথেই ভাষণ থামিয়ে দিতে হয় কংগ্রেস নেতাকে। এমনকি গতকালের মহাসমাবেশে কংগ্রেস নেতার সামনেই কংগ্রেসকে কটাক্ষ করেন আব্বাস সিদ্দিকী। এরপর ছত্রিশগড়ের কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেলের এর ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চ ছেড়ে বেরিয়ে যান অধীর রঞ্জন চৌধুরী। এরপর তিনি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ক্ষুব্ধ হননি। তার সঙ্গে ওঠা বসা নেই আব্বাস সিদ্দিকীর। এমনকি আসন সমঝোতা নিয়েও তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এটা তারা বলতে পারবে। কংগ্রেস শতাব্দী প্রাচীন একটি দল। তার একটি নির্দিষ্ট রাজনীতিও রয়েছে। উল্লেখ্য এতদিন ধরে খবর শোনা যাচ্ছিল যে, আই এস এফ এর সঙ্গে কংগ্রেস ও বামেদের আসন নিয়ে আলোচনা চলেছে। বামেরা ৩০ টি আসন ছেড়েছে আব্বাস সিদ্দিকীর দলকে। কিন্তু কংগ্রেস সেই আলোচনায় এখনো ঝুলে রয়েছে। কারণ মালদহ ও মুর্শিদাবাদের একটি আসনও ছাড়তে চাইছে না কংগ্রেস। কিন্তু অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী জানালেন, আসন নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এখানেই তৈরি হয়েছে জল্পনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!