বিজেপি ক্ষমতায় এলে জঙ্গলমহলের মানুষেরা পাবেন শুদ্ধ পানীয় জল

0 0
Read Time:2 Minute, 30 Second

নিউজ ডেস্ক: প্রথম দফার নির্বাচনের আজই শেষ দিন ভোট প্রচারের। তাই কেন্দ্রীয় মন্ত্রীরাও আসছে রাজ্যে ভোট প্রচারে। সেখানে বাদ যায়নি সব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করেন অমিত শাহ। এদিন জঙ্গলমহলে সভা করতে গিয়ে তিনি জানিয়েছেন, পুরুলিয়ায় শুদ্ধ পানীয় জল পায় না সাধারণ মানুষ। ‘বিজেপি ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে। এর জন্য সুবর্ণরেখা নদির ওপর বাঁধ তৈরি করবে বিজেপি সরকার। জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করবে বিজেপি। দিদি যতদিন আছেন ততদিন ম্যালেরিয়া, ডেঙ্গু যাবে না। বাংলা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া তখনই যাবে, যখন দিদি যাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মুল করতে দিদিকে হারানো প্রয়োজন। বিজেপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মুল হবে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে মমতা সরকার কিছুই করেনি। লালমাটির জন্য কিছুই করেনি তৃণমূল সরকার। দিদি খেলা হবে বলে আদিবাসীদের ভয় দেখাচ্ছেন। দিদির গুণ্ডাদের ভয় পাবেন না। বিজেপি ক্ষমতায় এলে দিদির একজন গুণ্ডাও ভয় দেখাতে পারবে না। বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না মমতা। সবেতেই কাটমানি দিতে হয়। অনলাইনে আদিবাসীদের সার্টিফিকেট দিয়ে কাটমানি বন্ধ করবে বিজেপি। মোদি দেশের কল্যাণ করতে চান, মমতা শুধু ভাইপোর কল্যাণ করছেন। আমফান, বুলবুলে ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন নরেন্দ্র মোদি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!