বাংলাদেশের জাতীয় দিবসে উপস্থিত নরেন্দ্র মোদি

0 0
Read Time:1 Minute, 47 Second

নিউজ ডেস্ক: বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে আজ বাংলাদেশ রওনা দেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন মোদি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিনের অনুষ্ঠান মঞ্চে থেকে একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , সঙ্গে সঙ্গে স্মরণ করলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীকে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গাঁধী শান্তি পুরস্কারে ভূষিত করার ঘটনা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সঙ্গে তিনি দু’দেশের সহযোগিতার বিষয়েও মনে করিয়ে বললেন, ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশের ভাইবোনেদের দিতে পেরে আমি আনন্দিত। দুদেশের সম্পর্ক মজবুত করার জন্য যুব সমাজের আদান – প্রদান জরুরি। সংগীতি মেয়ে এবিএম বাংলাদেশের ৫০ জন উদ্যোগপতিকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!