খিদিরপুরে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলেন ফিরহাদ হাকিম

0 0
Read Time:2 Minute, 5 Second

নিউজ ডেস্ক: ফিরহাদ হাকিম বললেন, আজকে বাংলার করোনা পরিস্থিতির জন্য দায়ী প্রধানমন্ত্রী। মানুষ আমার সাথে আছে। বন্দরে প্রথমবার যখন জিতেছিলাম তখন ২৪ হাজার ভোটে জিতেছিলাম। দ্বিতীয়বার ২৭ হাজার, এবার মানুষ কত মার্জিন দেয় সেটার লড়াই। করোনা ছড়াচ্ছে রাজনৈতিক কারণে। প্রধানমন্ত্রী একা আসেননা তার সাথে হাজার হাজার মানুষ আসে। আজকে বাংলার করোনা পরিস্থিতির জন্য দায়ী প্রধানমন্ত্রী। বাংলায় করোনা ছিলনা। দিল্লি, গুজরাট থেকে এটা নিয়ে আসা হলো। এখানে আমরা বলেছিলাম এক দফা নির্বাচন করে বন্ধ করে দিতে। নির্বাচন কমিশন চাইলে প্রচার বন্ধ করে দিতে পারতো কিন্তু যেহেতু দিনের বেলা প্রধানমন্ত্রী আসে তাই দিনের বেলা প্রচার রাখছে, নইলে প্রধানমন্ত্রী রেগে যাবে।

উনি নিজে কটু কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেঙ্গাছেন। আমাদের ফুটপাথে দাড়িয়েও কেউ ওমন ভাষণ দেয়না। বিজেপি আজকে ফোন ট্যাপ করছে, মানে আমার প্রাইভেসি নেই। সেটার বিরুদ্ধে FIR করে আগে অমিত মালব্যকে অ্যারেস্ট করা উচিত। আমি আমার দলের নেতার সাথে কি কথা বলবো সেটা লোকের জানা উচিত না।

অশান্তি হয় যেখানে বিজেপি লাফালাফি করে। গয়েশপুরে বিজেপির মধ্যে মারপিট। আব্বাস সিদ্দিকী, কংগ্রেস, সিপিআইএম জিরো ফ্যাক্টর। সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!