বার্ণপুরে জাম্বো কোভিড কেয়ার ইউনিট

0 0
Read Time:2 Minute, 38 Second

নিউজ ডেস্ক: ইস্কো, হেলথ ওয়ার্ল্ড এবং রাজ্য সরকারের যৌথ উদ্দ্যোগে বার্ণপুরের নিউটাউনে কোভিড কেয়ার ইউনিট চালু করার প্রস্তুতি শেষ পর্যায়ে। বুধবার সকালে ইস্কোর আধিকারিক অনুপ কুমার, হেলথ ওয়ার্ল্ডএর আধিকারিক পরিদর্শনে আসেন। ইস্কোর আধিকারিক জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশে নিউটাউনের স্কুল কোভিড কেয়ার ইউনিট তৈরী করা হয়েছে। কারখানা থেকে এখানে অক্সিজেন সরবরাহ করা হবে, প্রাথমিকভাবে ২০০ শয্যা নিয়ে শুরু হয়েছে পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানো হবে। ইস্কো কতৃর্পক্ষ কোভিড কেয়ার ইউনিট তৈরী করে রাজ্য সরকারের হাতে তুলে দেবেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের। হেলথ ওয়ার্ল্ডের আধিকারিক ও চিকিৎসক জানান করোনা আক্রান্ত রুগীদের অক্সিজেনের সমস্যা হয় চারদিন থেকে নয় দিনের মধ্যে সেসময় রুগীকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দিলে রুগী অনেকাংশে বেঁচে যায়। কোভিড কেয়ার ইউনিট তৈরী হয়েছে মূলত ইস্কো তাদের উৎপাদিত অক্সিজেন এইখানে সরাসরি সরবরাহ করতে পারবে।করোনা আক্রান্ত রুগীদের জন্য শয্যার দরকার ছিল ইস্কো সে সমস্যার সমাধান করে দিয়েছে। রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতাল যৌথভাবে এই ইউনিটে ভর্তি হওয়া রুগীদের চিকিৎসা করবে। আপাতত ২০০ শয্যা এবং দশ শয্যার আই সি ইউনিট করা হয়েছে সেখানে প্রাথমিকভাবে গুরুত্ব পাবে কেয়ার ইউনিটে ভর্তি হওয়া রুগীরা। চিকিৎসক এবং নার্স মিলে ৬৭ জন এখানে করোনা আক্রান্ত রুগীদের চিকিৎসা করবে। ওষুধ খাবার সহ সবকিছু নিয়ে নুন্যতম ৩০০০ টাকা প্রতিদিন ধার্য্য করা হয়েছে এবং আই সি ইউতে ৫০০০ টাকা প্রতিদিন হিসাবে ধার্য্য করা হয়েছে বলে জানান বেসরকারি হাসপাতালের আধিকারিক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!