বসবাসের অযোগ্য শহরের তালিকায় এগিয়ে ঢাকা শহর

0 0
Read Time:1 Minute, 32 Second

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজধানী শহর ঢাকা যা কিনা বাংলাদেশের সবথেকে সুবিধা যোগ্য এবং ঝাঁ-চকচকে বড় বড় শোরুম শপিং মল এবং অত্যাধুনিক সুবিধাযুক্ত শহর হিসেবে পরিচিত। গোটা বাংলাদেশের বেশিরভাগ মানুষই কাজের জন্য কিংবা জীবনযাপনের সুবিধার জন্য ঢাকা শহরে এসে বসবাস করেন। বেশিরভাগ বাংলাদেশের স্বপ্ন থাকে ঢাকার মতো একটি শহরে নিজস্ব বাড়ি ও গাড়ি থাকা। কিন্তু বসবাসের ক্ষেত্রে এই শহর কতটা যোগ্য, সেই তালিকায় শেষ দিক থেকে তিন নম্বরে স্থান গ্রহণ করেছে ঢাকা। সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় চতুর্থতে রয়েছে ঢাকা শহর।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০১১ সালে ঘোষিত বসবাসযোগ্য ১৪০ টি শহরের মধ্যে ১৩৭ নং অবস্থান ছিল ঢাকা শহরের। ২০১৯ সালের সেই তালিকায় ১৩৯ নং অবস্থান ছিল ঢাকা শহরের। তবে করানোর আবহে ২০২০ সালের সেই কাজ বাতিল হয়ে যায়। কিন্তু মনে করা যাচ্ছে, সামান্য দূষণের পরিমাণ কমবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!