উত্তরপ্রদেশ জেতার উদ্দেশ্যে এখন থেকেই কাজ শুরু করেছে বিজেপি

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্ক: সবেমাত্র পশ্চিমবাংলায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। যেখানে তৃণমূলের হয়েছে ঐতিহাসিক জয়। আর বিজেপির ভাগ্যের চাকা একেবারেই তাদের সঙ্গ দেয়নি। তাই এবার পাখির চোখ উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি। যার ফলে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সঙ্গে সেরেছেন বৈঠক। ভার্চুয়াল এই বৈঠকে অযোধ্যার বিপূল উন্নয়ন ও ঢেলে সাজানোর জন্য যে প্রস্তাবিত প্রকল্প ছিল তার কাজ কতদূর হয়েছে তা যোগী আদিত্যনাথের কাছে জানতে চান নরেন্দ্র মোদী। এছাড়াও এদিনের বৈঠকে অযোধ্যায় বিমানবন্দর, সড়ক ও রেলপথ সহ জেলার সামগ্রিক উন্নয়নের হাল-হকিকত বিস্তারিতভাবে জানতে চান প্রধানমন্ত্রী।

এমনকি বৈঠকে মোদী যোগী আদিত্যনাথকে অযোধ্যা উন্নয়ন প্রকল্পের কাজকে আর দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও আজকের বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভগবান রাম যেভাবে মানুষকে একত্রে আনার ক্ষমতা রাখে, অযোধ্যার উন্নয়নমূলক কাজগুলি সুস্থ জনসাধারণের অংশগ্রহণের মনোভাবের দ্বারা পরিচালিত হওয়া উচিত, বিশেষত যুবকদের দ্বারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!