করোনা কালে ছেদ পড়ল পুরীর রথযাত্রায়

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্ক: গত বছরের মতো এবারও একই নিয়ম কার্যকর থাকলো পুরীতে। এবারেও হচ্ছেনা রথযাত্রা উৎসব। কারণ সকলেরই জানা, মহামারী এখনও কাটেনি। আগামী ১২ জুলাই পূর্ণ রথযাত্রা তিথি অথচ ভক্ত সমাগম নেই মন্দিরে। মন্দিরের এক সেবায়ত জানালেন গত বছর চূড়ান্ত আদালতের নির্দেশ অনুযায়ী যা যা হয়েছিল ঠিক তাই বলবৎ থাকবে, সোজা রথ ও উল্টো রথ টানা হবে মন্দিরের পুরোহিত, পান্ডাদের দ্বারা। ভগবানের যা ইচ্ছে তেমনি ভাবেই হবে প্রস্তুতি।

স্পেশাল রিলিফ কমিশনার জানালেন, সমস্ত সতর্কতা মেনে হবে এই রথযাত্রা, প্রবেশ নিষেধ ভক্তদের, শুধুমাত্র মন্দিরের সেবায়েত যারা আছেন তাদের আরটি পিসিআর টেস্ট ও করোনা টেস্ট করানো হবে, রিপোর্ট নেগেটিভ আসলে তবেই রথের রশি টানার সুযোগ মিলবে। এছাড়া কোনো জাকজমোক ছাড়াই এবারে ভোগ নিবেদন করা হবে প্রভুকে।

সংবাদ মাধ্যম ও লাইভ টেলিকাস্টের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে এই সব উপাচার ও পূজার্চনা। বাড়িতে বসেই দর্শক ও শ্রোতারা উপভোগ করতে পারবেন। এই বছর উড়িষ্যার অন্যান্য মন্দির গুলিতেও রয়েছে একই সাবধানবাণী। এখন অপেক্ষা আগামী বছরের জগন্নাথের কৃপদৃষ্টিতে স্বাভাবিক হবে পরিস্থিতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!