রামায়ণের জীবন্ত কুম্ভকর্ণের হদিস মিলল রাজস্থানে

0 0
Read Time:1 Minute, 40 Second

নিউজ ডেস্ক: রাজস্থানের বাসিন্দা পুরখারাম। যার জীবনের তিনটি মন্ত্র ঘুম,ঘুম আর ঘুম। একজন সাধারণ মানুষের প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টার ঘুম আবশ্যক। সেখানে ২০-২৫ ঘণ্টা ঘুমিয়ে কেটে যায় তার জীবন। ঘুমিয়ে থাকাকালীন অবস্থায় তাকে স্নান করানো, খাওয়ানো সহ যাবতীয় দায়িত্ব বর্তায় তার সহধর্মিণীর উপর। সারা মাসে প্রায় ৩০০ ঘন্টা ঘুমিয়ে থাকেন এই জ্যান্ত কুম্ভকর্ণ।

কিন্তু এই ঘুমের কারণ কি? চিকিসৎকরা জানিয়েছেন এক বিরল রোগে আক্রান্ত পুরখারাম। যে রোগটির নাম axix hyoersonmia। এই রোগের ক্ষেত্রে মাথার স্নায়ুতে একপ্রকার ব্যাথার সৃষ্টি হয় তারপরেই এই ঘুমে ঢলে পড়েন আক্রান্ত। মাথায় টিউমার জাতীয় সমস্যা হলেও এই রোগ দেখা দিতে পারে। উল্লেখ্য গত ২৩ বছর ধরে এই রোগের শিকার বছর ৪২ এর এই ব্যাক্তি। ডাক্তারদের আশ্বাস সুদূরপ্রসারী চিকিৎসার ফলেই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এই রোগীদের। এখন আশা কবে এই বিরল রোগ থেকে মুক্তি ঘটবে পুরখারামের ঘুচবে কুম্ভকর্ণ নামের তকমা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!