লোকসভা নির্বাচন নিয়ে কি প্ল্যান করছেন মুখ্যমন্ত্রী! জানালেন সাংবাদিকদের

0 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক: চলতি বছর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, তৃণমূল পাখির চোখ করে রয়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্ল্যান করছেন কিনা, সেই বিষয়ে আজ সাংবাদিকদের জানিয়েছেন, লোকসভা ভোট এখনও দেরি আছে। তবে পরিকল্পনা তো আগে থেকে করতে হয়। উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও পঞ্জাবের নির্বাচন আছে তার আগে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে পুরনো বন্ধুরা আছেন। কমলনাথ ও আনন্দ শর্মা এসেছিলেন। আরও অনেকে আসবেন। তাঁদের সঙ্গে পুরনো ও নতুন দিনের কথা বলি। কাল সনিয়াজি চা পানে ডেকেছেন। চায়ে-পে চর্চা করতে যাব। অরবিন্দজিকে পরশু দিন সময় দিয়েছি। সাক্ষাৎ করতে চেয়েছিলেন শাবানা আজমি ও জাভেদ আখতার। তাঁদের সময় দিয়েছি। কোভিড পরিস্থিতি কাটলে একসঙ্গে কাজ করব।

বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী। সেই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। তাতে কি মুখ্যমন্ত্রী নিজেই নেতৃত্ব দিচ্ছে! সেই বিষয়ের মুখোমুখি জানিয়েছেন, আমি নেতৃত্ব দেব না। দেশ নেতৃত্ব দেবে। আমরা ফলোয়ার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!