আরণ্যকের ‘ওয়ার্ল্ড টাইগার ডে ‘ উদযাপন‌

0 0
Read Time:2 Minute, 43 Second

দেবশ্রী মুখার্জী: আজ ওয়ার্ল্ড টাইগার ডে। এই দিনটি বন্য পশু প্রেমীদের কাছে যে বিশেষ দিন একথা অনস্বীকার্য। এই বিশেষ দিনটি বাংলা ওয়ার্ল্ড লাইভ ম্যাগাজিন ‘আরণ্যক’ও হিডকোর সদস্যবৃন্দের মিলিত উদ্যোগে উদযাপিত হল বাঘ’ সম্পর্কিত আলোচনা সভা ও এই ম্যাগাজিনের ১০ জন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের তোলা কিছু বাঘের ছবির ‘ডিজিটাল ফটো এক্সিবিশন’ এর মধ্য দিয়ে।


রাজারহাট নিউটাউন নজরুল তীর্থের সভাগৃহে অনুষ্ঠিত এই আলোচনাসভায় বাঘের সংরক্ষণ, বাঘের পানীয় ও খাদ্য সমষ্যা, তাদের সংখ্যা মেরকম ভাবে কমে আসছে, ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ যথা, মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা, মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা, ভাইস চ্যান্সেলর শ্রী আশুতোষ ঘোষ, ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, হিডকো চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন , শ্রীমতি শতরূপা স্যানাল প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।


মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান সাইক্লোন যশের ফলে সুন্দরবন অরণ্য অঞ্চল খুবই ক্ষতিগ্রস্ত। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। তিনি আরো বলেন , বনাঞ্চল ও বন্য পশু সংরক্ষণে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সাহায্যের হাত বাড়ানো প্রয়োজন।
ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী বাঘের বাসস্থান ম্যানগ্রোভ অরণ্য কে আগামী দিনে কিভাবে বাঁচাতে হবে ও তার পরিধি কিভাবে বাড়াতে হবে এই বিষয়ে আলোকপাত করেন ও ভাইস চ্যান্সেলর আশুতোষ ঘোষ বলেন,

বাঘেদের বাঁচাতে গেলে পরিবেশ রক্ষা করতে হবে অর্থাৎ পৃথিবীর বুকে সবুজ রং কে বাঁচিয়ে রাখতে হবে।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!