বাবা-মায়ের কর্মফল ভুগতে হচ্ছে ছোট্ট শিশুকে

0 0
Read Time:4 Minute, 18 Second

নিউজ ডেস্ক: বর্তমান এই সমাজ ব্যবস্থার যুগে দেড় বছরের এক ছোট্ট শিশু সন্তান পিতৃপরিচয় থেকে বঞ্চিত। ঘটনাটি ঊনকোটি ত্রিপুরা জেলার ফটিকরায় রাধানগর এলাকার। ঘটনার বিবরণে জানা যায়, ঊনকোটি ত্রিপুরা জেলার কৈলাশহর উত্তর গোলধারপুর এলাকার তুরনদীপ সিনহা নামে এক যুবক ফটিকরায় রাধানগর এলাকার এক যুবতি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে তুরনদীপ সিনহা ওই যুবতী মেয়েটিকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তার দুর্বলতাকে কাজে লাগিয়ে তার সাথে কুমারঘাট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকে। তারপর অর্থাৎ ২০২০ সালে তাদের ঘরে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। বাচ্চা জন্মাবার পর তিন চার মাস পরে তুরনদীপ সিনহা তার নিজের শিশু সন্তান এবং স্ত্রীকে ভাড়াটিয়া বাড়িতে ফেলে রেখেই উধাও হয়ে গিয়ে সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় কলকলিয়া এলাকার এক যুবতী মেয়েকে বিয়ে করে ফেলে। অন্যদিকে ফটিকরায় রাধানগর এলাকার যুবতী মেয়েটি তার ফুটফুটে শিশু সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছিল। তারপর কোন উপায় না পেয়ে তার নিজের শিশু সন্তানকে নিয়ে ফটিকরায় রাধানগর এলাকার তার বাবার বাড়িতে চলে আসে। পরে তার স্বামীর সাথে অনেকবার যোগাযোগ করলেও সে তার নিজের সন্তান এবং স্ত্রীকে বারবার অস্বীকার করে যাচ্ছিল। সেই অবস্থায় কোন উপায় না পেয়ে যুবতী মেয়েটি কুমারঘাট থানায় একটি লিখিত আকারে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করে তুরণ দীপ সিনহার বিরুদ্ধে। মামলা ওঠে কৈলাশহর জেলা আদালতে, আদালতে গিয়ে তুরনদীপ সিনহা তার নিজের সন্তান এবং স্ত্রীকে অস্বীকার করে বসে। মামলাটি এখনো কৈলাশহর জেলা আদালতে রয়েছে। অবশেষে ফটিকরায় রাধানগর এলাকার যুবতী মেয়েটি ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ হয়। তার আবেদনে সাড়া দিয়ে আগরতলা থেকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ সহ কমিশনের অন্যান্য সদস্যরা আগরতলা থেকে রেলযুগে ছুটে আসেন ফটিকরায় রাধানগরস্থিত মেয়েটির বাবার বাড়িতে। সেখানে এসে বর্তমানে এক-দেড় বছরের শিশু সন্তানটি তার পিতৃপরিচয় থেকে বঞ্চিত হবার সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে শোনেন। সেখানে উপস্থিত ছিলেন কৈলাশহর জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরাও। সেখানে এসে ঘটনাটি বিস্তারিতভাবে শুনে হতবাক হয়ে গেছেন কমিশনের চেয়ারপার্সন সহ অন্যান্য সদস্যরা। পরে তারা ঊনকোটি জেলার বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলেন এবং অভিযুক্ত তুরণ দীপ সিনহার কঠোর শাস্তির দাবি জানান বিশিষ্ট আইনজীবীদেরকে। জানা গেছে, তার বিরুদ্ধে এই মামলার সাথে প্রতারণার ধারা সহ আরো অনেক ধারা যুক্ত করা হবে। এই অসহায় মা এবং তার শিশু সন্তানের এই করুন পরিণতি দেখে শিশু সুরক্ষা কমিশনও অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!