কৃষিবিলের বিরোধীতার জবাব দিলেন প্রধানমন্ত্রী

0 0
Read Time:1 Minute, 57 Second

নিউজ ডেস্ক: গত এক বছরেরও বেশি সময় ধরে তিন কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকদের একাংশ। তাঁদের সমর্থন করেছে বিরোধীরাও। এককাট্টা হয়ে বাদল অধিবেশনে সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, NCP, SP-সহ অন্যান্য বিরোধী দলগুলো। এবার বিরোধীদের পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি আইনের বিরোধিতাকে ‘ রাজনৈতিক ধোকাবাজি’ বলে আক্রমণ করলেন তিনি। একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে এককাট্টা বিরোধীদের একযোগে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যাঁরা কৃষি আইনের বিরোধিতায় সরব তাঁদের দেখলেই অসততাতর ছবি পরিষ্কার হয়ে যাবে। এটা রাজনৈতিক ধোকাবাজি।”

নরেন্দ্র মোদীর অভিযোগ, মানুষের ইচ্ছায় ক্ষমতায় রয়েছে একটা সরকার। যা বিরোধীরা সহ্য করতে পারছে না। সেজন্য এখন ইউ-টার্ন নিয়েছেন বিরোধীরা। যে পরিবর্তন হয়ত তাঁরা করত, এখন বিজেপি সেই পরিবর্তন কার্যকর করায়, বিরোধিতা করছে বিরোধীরা। কৃষকদের সুবিধার কথা না ভেবে, তাঁরা রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ছোট কৃষকদের স্বশক্তিকরণে সরকার সর্বত ভাবে কাজ করবে। সেজন্য সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। এখনও বহু বৈঠক হয়েছে। তবে এখনও নির্দিষ্ট করে কোনও অসুবিধার কথা কেউ জানাতে পারেনি।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!