মণ্ডপ থেকে কোভিড বিধি – ‘বিশ্ব বাংলা সারদ সম্মান’ পেল রাজ্যের ১০৩টি পুজো

0 0
Read Time:2 Minute, 34 Second

নিউজ ডেস্ক: একুশের দুর্গোৎসবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পেল রাজ্যের মোট ১০৩টি দুর্গাপুজো কমিটি। কলকাতা ছাড়া বাকি ২০টি জেলার পুজো কমিটিকেও বিভিন্ন ক্ষেত্রে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেবে রাজ্য সরকার। সেরা মণ্ডপসজ্জা থেকে কোভিডবিধি পালন – একাধিক ক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ এই পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শারোদৎসবকে আরও আকর্ষণীয় ও বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজোয় সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সেরা পুজো কমিটিগুলিকে এই পুরস্কার দিয়ে আরও উৎসাহী করে তোলা হয়। এবারও বেশ কিছু নির্বাচিত পুজোকে এই সম্মান প্রদান করা হবে। গত বছর করোনার জেরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা এবং রাজ্যের ২০টি জেলায় অনলাইনের মাধ্যমে পুজো কমিটিগুলির কাছ থেকে আবেদনপত্র নেওয়া হয়। এবারও সেই পদ্ধতিতে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। এরপর সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা পুজোগুলি দেখে বিচার করে তার মধ্যে সেরা পুজোগুলি বেছে নিয়েছেন।

সোমবার সম্মানপ্রাপ্ত পুজোগুলির নাম প্রকাশ করা হয়। এই প্রতিযোগিতায় ৩৬টি পুজোকে সেরার সেরা সম্মান দেওয়া হয়েছে। পাশাপাশি ৫টি সেরা মণ্ডপ, ৫টি সেরা প্রতিমা, ৩টি সেরা আলোকসজ্জা, ২টি সেরা সাবেকি, ৯টি সেরা ভাবনা, ১৮টি বিশেষ পুরস্কার, ৬টি সেরা পরিবেশবান্ধব, ২টি সেরা ঢাকেশ্রী, ৫টি সেরা ‘বিশ্ব বাংলা’ ব্র‌্যান্ডিং, ১টি অন্য ভাবনা, ১০টি সেরা কোভিড সচেতনতা, ১টি সেরা কোভিডযোদ্ধার পুরস্কার ঘোষণা করেছে সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!