পুরভোটের জন্য বিজেপির কাছে জমা পড়ল একাধিক নাম

0 0
Read Time:2 Minute, 44 Second

নিউজ ডেস্ক: কলকাতা পুরভোটে ১৪৪ ওয়ার্ডে প্রার্থী হতে চেয়ে এখনই পাঁচশোর উপর আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, সেই আবেদনে নতুন মুখ যেমন রয়েছে, তেমনই দলের পুরনোরাও রয়েছেন। পাশাপাশি হাওড়াতেও ৫০টি ওয়ার্ডের জন্য জমা পড়েছে দু’শোর বেশি আবেদনপত্র। এছাড়া, সরাসরি রাজ্য দপ্তরের ড্রপ বক্সেও জমা পড়েছে একশোর বেশি বায়োডাটা। উপর থেকে চাপিয়ে দেওয়া নয়। কলকাতা পুরভোটে প্রার্থী বাছাইয়ে জেলার মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেবে গেরুয়া শিবির। লড়াই করতে পারবেন এরকম যোগ্য প্রার্থী কারা হতে পারেন তার তালিকা জেলা থেকে এলে চূড়ান্ত করবে রাজ্য কমিটি। দলীয় সূত্রে খবর, ভোটে জেতার পর দলবদল করতে পারেন এরকম সন্দেহ থাকলে তাঁদের প্রার্থী করা হবে না। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এ বিষয়ে সতর্কও করে দেওয়া হয়েছে রাজ্য নেতাদের। পরে কোনওভাবেই যেন মুখ না পোড়ে দলের। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, মণ্ডল থেকে জেলা কমিটির কাছে যে নাম পাঠাবে সেই নামই এবার রাজ্য চূড়ান্ত করবে। কোনও সুপারিশ থাকলেও যোগ্য যাঁরা হবেন তাঁদের নামই চূড়ান্ত করবে রাজ্য নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে চূড়ান্ত অসন্তোষ ছিল দলের মধ্যে। ভোটে বিপর্যয়ের পর সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে। পরাজয়ের জন্য ভুল প্রার্থী নির্বাচনকেও দায়ী করে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিল পদ্মশিবিরের একাংশ। আবার সেলিব্রিটিদের প্রার্থী করা নিয়েও প্রকাশ্যে তোপ দেগেছিলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। অভিযোগ উঠেছিল, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জেলা কমিটির মতামতকে যেমন গুরুত্ব দেওয়া হয়নি। আবার দাবিদার হওয়া সত্ত্বেও দলের পুরনো নেতাদের বঞ্চিত রাখা হয়েছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!