বাংলাদেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বড় চমক

0 0
Read Time:2 Minute, 15 Second

নিউজ ডেস্ক: বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় চমক। চেয়ারম্যান পদের লড়াইয়ে দেশের শাসকদল আওয়ামী লিগের প্রার্থীকে হারিয়ে নজির গড়লেন বৃহন্নলা নজরুল ইসলাম ওরফে ঋতু।এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশ কয়েকটি আসনে আওয়ামি লিগের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী এবং নির্দোল প্রার্থীরা। ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামি লিগ মনোনীত প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন বৃহন্নলা নজরুল ইসলাম ওরফে ঋতু। তিনি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে ছানার চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রবিবার ত্রিলোচনপুর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনের রিটার্নিং আধিকারিক মধুসুধন দত্ত জানান, নির্বাচনে ন’টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু আনারস প্রতীকে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পান ৪ হাজার ৫২৯ ভোট। ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৬০০ জন। আওয়ামি প্রার্থীকে হারিয়ে উত্‍সাহে ফুটছেন নজরুল। তাঁর কথায়, ‘সত্যি কথা বলতে, নির্বাচন কী, তা বুঝিনি। এলাকার মানুষ আমাকে ভালবেসে ভোটে দাঁড় করিয়েছে। আমার পরিবারের সবাই আওয়ামি লিগ করে। সক্রিয়ভাবে আমি কখনও রাজনীতি করিনি। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি। এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চাই।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!