জোটে থাকলেও নেতৃত্বে নয় – কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা মমতার

0 0
Read Time:2 Minute, 0 Second

নিউজ ডেস্কঃ কংগ্রেসকে ছাড়া বিরোধী জোট হবে না। কিন্তু তা বলে কংগ্রেসের নেতৃত্বেও বিরোধী জোট হবে না। কংগ্রেস বিরোধী জোটে থাকবে আর পাঁচটা আঞ্চলিক দলের মতো। বুধবার মুম্বইয়ে শরদ পওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে দু’জনেই এ বিষয়ে একমত হয়েছেন বলে এনসিপি শীর্ষ সূত্রের খবর।

পওয়ার বা মমতা কেউ এই কথাটি স্পষ্ট করে না বললেও, আজ ভোটকুশলী প্রশান্ত কিশোর তা খোলসা করে দিয়েছেন। আজ কিশোরের টুইট, “কংগ্রেস যে ভাবনা ও জায়গার প্রতিনিধিত্ব করে, তা মজবুত বিরোধী শিবিরের জন্য গুরুত্বপূর্ণ।” কিন্তু তা সত্বেও কংগ্রেসের হাতে নেতৃত্ব না থাকার যুক্তি দিতে গিয়ে নাম না করে রাহুল গাঁধীকে নিশানা করেছেন কিশোর। বলেছেন, “কংগ্রেসের নেতৃত্ব এক জন ব্যক্তির ঈশ্বরপ্রদত্ত অধিকার নয়। বিশেষত ওই দল যখন গত ১০ বছরে ৯০ শতাংশ আসনেই হেরেছে।” তাঁর মন্তব্য, “বিরোধী জোটের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক হোক।”

এনসিপি সূত্রের খবর, বৈঠকে পওয়ারকে মমতা বলেছেন, কংগ্রেস এখন দুর্বল। সে ভাবে সক্রিয়ও নয়। তাই তাদের থেকে তেমন প্রত্যাশা না রেখেই পরিকল্পনা সাজাতে হবে। সেই সঙ্গে তাঁর অভিমত, ২০২৪ সালের জন্য এখন থেকে বিরোধী-ঐক্যের ঘুটি সাজানো জরুরি। নইলে তখন শেষ মুহূর্তে মাঠে নেমে লাভ হবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!