ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন পদে নিয়োগে অনুমোদন

0 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক : ত্রিপুরা মন্ত্রিসভার গত বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪১০ টি স্টাফ নার্স পদ নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া স্থির বেতনের ভিত্তিতে ৭৫ জন স্টাফ নার্স নিয়োগের জন্য ও অনুমোদন দেওয়া হয়েছে গত মন্ত্রিসভার বৈঠকে।

আগরতলা সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সমূহের কথা জানান ত্রিপুরার শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, গত মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২২টি হোমিওপ্যাথি ফার্মাসিস্ট,২৫টি আয়ুর্বেদিক ফার্মাসিস্ট এবং ৩৯টি ল্যাবরোটরি টেকনিশিয়ান পদ সৃষ্টি করার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রিসভা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪১২টি এলোপ্যাথি ফার্মাসিস্ট পদ সৃষ্টি করার অনুমোদন দিয়েছে।

শিল্প ও বানিজ্য দপ্তরের অধীনে আইটিআই প্রিন্সিপাল গ্রুপ-বি গেজেটেড-এর ৫টি শূন্যপদ পূরণ করার জন্যও গত মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান ত্রিপুরার শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!