বাংলার ভূমিপুত্রদের সংরক্ষণ চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ ও জনসভা করল বাংলা পক্ষের পূর্ব মেদিনীপুর শাখা

0 0
Read Time:3 Minute, 39 Second


নিউজ ডেস্ক : এতদিন বাংলায় হিন্দু-মুসলিম, তপসিলি জাতি-উপজাতিসহ জাতপাতের ভোট ব্যাংক নিয়ে লড়াই চলছে। এবার বাংলার ভূমিপুত্রদের সংরক্ষণের দাবিতে কোলাঘাটে জনসভা করলো পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ। এরাজ্যের ভূমিপুত্রদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে বাংলা পক্ষ। এই মুহূর্তে ভূমিপুত্রদের সংরক্ষণের আইন জারি হয়েছে। এবার বাংলাতেও তা চালু হোক দাবি বাংলা পক্ষের।

ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের দাবি জানাতে শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের হলদিয়া মোড়ে অবস্থান বিক্ষোভ করে বাংলা পক্ষের সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চ্যাটার্জি বলেন,” কংগ্রেস, বিজেপি, শিবসেনা, টিআরএস ও অন্যান্য রাজনৈতিক দল শাসিত রাজ্যে ভূমিপুত্রদের জন্য কোথাও ৭৫ কোথাও বা ৮৫ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা আছে। ওইসব রাজ্যে সরকারি এবং বেসরকারি সবক্ষেত্রেই ভূমিপুত্ররা সংরক্ষণের সুবিধা পায় কিন্তু বাংলায় আজও সেই সুবিধা মেলে না। এ রাজ্যও অবিলম্বে সেই সুবিধা চালু করতে হবে। কিন্তু কারা বাংলার ভূমিপুত্র ? ১৫-২০ বছর যাঁরা বাংলায় আছে তাঁরাই ভূমিপুত্র। সেক্ষেত্রে সাঁওতাল, কোচ, নেপালি এমনকী বিহারী, মারোয়াড়ীরাও ভূমিপুত্র। তাঁদের সমস্ত কিছুতেই অধিকার আছে।”

কেন্দ্রীয় কমিটির শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন ”বাংলা পক্ষের দাবি, বাঙালীর মাইগ্রেশন ৪.৮ শতাংশ। অথচ বাংলায় কমপক্ষে ৩০ শতাংশের ওপর অবাঙালী চাকরি করে। কোনো কোনো শিল্পাঞ্চলে ৭০-৮০% বহিরাগত। এই পরিস্থিতিতে বাংলা পক্ষের দাবি, সরকারি ক্ষেত্রে ১০০ শতাংশ রাজ্যের স্থায়ী বাসিন্দাকে চাকরি দিতে হবে। বিভিন্ন বেসরকারি ঠিকা কাজ, টেন্ডার, ক্যাবের লাইসেন্স ক্ষেত্রে ৯০ শতাংশ ভূমিপুত্রদের সংরক্ষণ করতে হবে।”

কোলাঘাটে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য ডক্টর অরিন্দম বিশ্বাস, সোয়েব আমিন, কালাচাঁদ চট্টোপাধ্যায়, অমিত সেন ও আরো নেতৃবর্গ। জেলা সম্পাদক সুতনু পণ্ডিত এই মঞ্চে দাঁড়িয়ে বলেন “আগামী দিন এই ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে জোরদার আন্দোলন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলবে।

মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তিনি স্থানীয়দের চাকরির কথা বলেছেন। তিনি যা মুখে বলেছেন, আমরা তা আইন হিসাবে চাই।” কর্মসূচীর দায়িত্বে ছিলেন কোলাঘাটের সহযোদ্ধা বাপি গুড়ে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!