বছর শেষে কড়া নিরাপত্তা পার্ক স্ট্রিটে
নিউজ ডেস্কঃ বর্ষবরণ নিয়ে তৎপর কলকাতা পুলিশ। ৩১ তারিখ বিকেল সাড়ে ৪টে থেকে পার্ক স্ট্রিট সহ সারা শহরে মোতায়েন পুলিশ বাহিনী। সাড়ে ৩ হাজার পুলিশ থাকবে রাস্তায়। পার্ক স্ট্রিট চত্বরকে ভাগ করা হয়েছে ৫ টি সেক্টরে। প্রতি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। তাঁদের অধীনে থাকবেন ২-৩ জন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। ভিড় সামলাতে থাকবে বিশেষ টিম। বাড়তি নজরদারি শুরু হবে ৩১ তারিখ রাত ১০ টা থেকে। ২০ টি মোটর সাইকেল পেট্রলিং করবে শহর জুড়ে। পার্ক স্ট্রিট এলাকায় থাকছে ৮ টি পার্কিং জোন। ২ টি কুইক রেস্পন্স টিম থাকবে। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকছে ১১টি ওয়াচ টাওয়ার। ১ টি বজরা রাখা হচ্ছে। একটি বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল রাখা থাকবে পার্ক স্ট্রিট থানায়। ২২ টি PCR ভ্যান ঘুরবে শহর জুড়ে। ২ টি রিভার ট্রাফিকের টিম পেট্রল করবে পার্ক স্ট্রিট সংলগ্ন গঙ্গার ঘাট গুলিতে। শহরের ৯৭ টি চেকিং পয়েন্টে চলবে গাড়ি চেকিং। ৭ টি অ্যাম্বুলেন্স ও ২ টি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স রাখা হবে পার্ক স্ট্রিট চত্বরে। থাকবে দমকলের একটি দল। সারা শহরে ১২৬ টি পিকেট করা হয়েছে। পার্ক স্ট্রিট এলাকায় অস্থায়ী কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। থাকবে কমব্যাট ও ৱ্যাফ। ড্রোন ও বাড়তি সিসিটিভির ঘেরাটোপে থাকবে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট এলাকা ছাড়াও অন্যান্য এলাকার গির্জা মন্দির পার্ক ক্লাব ও হোটেলের সামনে মোতায়েন থাকবে পুলিশ। দক্ষিণেশ্বর ও বেলুড়ের গঙ্গার ঘাটে ৬ জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী রাখা হবে।