সংবিধানে বদল আনছে তৃণমূল

0 0
Read Time:1 Minute, 39 Second

নিউজ ডেস্ক:সংবিধানে বদল আনছে তৃনমূল।নিজস্ব প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে অনায়াসে ব্যাখ্যা করা যায়। দীর্ঘ সময় ধরে দলকে এক হাতে চালাচ্ছেন। সব ধরণের ছোট বড় সিদ্ধান্ত তাঁকে ছাড়া নেওয়ার কথা কল্পনা করতে পারে না ঘাসফুল শিবির।

দলের কর্মী, নেতারা প্রত্যেকেই মানেন যে এই দলের একজন নেতা, তিনি মমতা। তৃণমূল প্রতিষ্ঠা করার পর বহু লড়াই করে প্রথমবারের জন্য ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা। এখন জেতার হ্যাট্রিক করেন তিনি। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি গত বছর। এতদিন নিজের কাজ নিজেই সামলেছেন।

কিন্তু এখন সময় বদলেছে। তাই দলও তার সংবিধানে বদল আনছে অবশেষে ।জানা গেছে টে বড় বদল ঘটতে চলেছে তৃণমূল কংগ্রেসের সংবিধানে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ডেপুটি’ আনছে তারা। প্রথমবার ‘জাতীয় কার্যনির্বাহী সভাপতি’ পদ আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো বাইরে থাকলে তাঁর ভূমিকায় কাজ করবেন তিনি । অর্থাত্‍ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যক্ষভাবে সাহায্য করার জন্যই এই পদ।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!