পশ্চিমবঙ্গের ১০৮ টি পুরসভার বকেয়া ভোট হবে আগামী ২৭ শে ফেব্রুয়ারী

0 0
Read Time:3 Minute, 57 Second

নিউজ ডেস্ক:পশ্চিমবঙ্গের ১০৮টি পুরসভার বকেয়া ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি, কোথায় কোথায় হবে পশ্চিমবঙ্গের ১০৮টি পুরসভার বকেয়া ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। তার আগে, ১২ ফেব্রুয়ারিই অবশ্য শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর এবং আসানসোল পুরনিগমে ভোট হয়ে যাবে।বৃহস্পতিবার ১১:২০ নাগাদ সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন।সেখানেই সরকারি ভাবে ভোটগ্রহণের দিনক্ষণ জানানো হয়। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে এ বার। খোলা জায়গায় জনসভায় ২৫০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে।

অডিটোরিয়ামে ২০০ লোক রাখা যাবে।বৃহস্পতিবার থেকেই আচরণবিধি চালু হয়ে যাবে। এ দিন থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। স্ক্রুটিনি করা হবে ১০ ফেব্রুয়ারি। নাম তোলা যাবে ১২ ফেব্রুয়ারি।কমিশন জানিয়েছে কিছু সমস্যা থেকে যাওয়ার ফলে দক্ষিণ দমদম পুরসভার একটি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে না। এ ছাড়া, ২৭ তারিখ f ভোট হবে, সেগুলি হল:-কোচবিহার- কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, হলদিবাড়িআলিপুরদুয়ার- আলিপুরদুয়ার, ফালাকাটাজলপাইগুড়ি- জলপাইগুড়ি, মাল, ময়নাগুড়িদার্জিলিং- দার্জিলিংউত্তর দিনাজপুর- কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলামালদহ- ইংরেজবাজার, পুরনো মালদহমুর্শিদাবাদ- মুর্শিদাবাদ, বহরমপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলদাঙানদিয়া- কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, চাকদহ, কল্যাণী, গয়েশপুর, হরিণঘাটা, তাহেরপুরবীরভূম- সিউরি, রামপুরহাট, দুবরাজপুর, বোলপুর, সাঁইথিয়াবাঁকুড়া- বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখীপুরুলিয়া- পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুরপূর্ব বর্ধমান- বর্ধমান, কালনা, কাটোয়া, গুশকরা, দাঁইহাট, মেমারিহুগলি- চুঁচুড়া, বাঁশবেড়িয়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া-কোতরং, আরামবাগ, তারকেশ্বর, ডানকুনিহাওড়া- উলুবেড়িয়াউত্তর ২৪ পরগণা- কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দহ, পানিহাটি, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, বনগাঁ, বারাসাত, গোবরডাঙা, বাদুড়িয়া, বসিরহাট, টাকি, নিউ ব্যারাকপুর, অশোকনগর-কল্যাণগড়, হাবড়া, মধ্যমগ্রামদক্ষিণ ২৪ পরগণা- বজবজ, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, ডায়মন্ড হারবার, মহেশতলাপূর্ব মেদিনীপুর- তাম্রলিপ্ত, কাঁথি, এগরাপশ্চিম মেদিনীপুর- মেদিনীপুর, ঘাটাল, চন্দ্রকোনা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুরঝাড়গ্রাম- ঝাড়গ্রাম

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!