যাত্রার ১২ ঘন্টা আগে অনলাইনেই কাটা যাবে মেট্রো টিকিট

0 0
Read Time:3 Minute, 9 Second

নিউজ ডেস্ক:যাত্রার ১২ ঘণ্টা আগে অনলাইনেই কাটা যাবে মেট্রোর টিকিট।।কলকাতার অন্যতম যোগাযোগের মাধ্যম মেট্রোরেল। বহু নিত্যযাত্রীদের ভরসা এই মেট্রোরেল। কম সময়ে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারা যায় এই মেট্রোরেল এর মাধ্যমে। আর সেই কারণেই কলকাতা মেট্রোর টিকিট কাটার জন্য দাঁড়িয়ে থাকতে হয় লম্বা লাইনে। যাত্রীদের সুবিধার্থে মেট্রো টিকিট কাটা নিয়মে পরিবর্তন করলো মেট্রো কর্তৃপক্ষ।এবার থেকে মেট্রোর টিকিট ১২ ঘণ্টা আগে কাটা যাবে। কিউআর কোড স্ক্যান করে এই টিকিট কাটা যাবে। এতদিন পর্যন্ত এই টিকিট ৪৫ মিনিট আগে কাটা যেত,এবার থেকে ১২ ঘণ্টা আগে টিকিট কাটা যাবে।

মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে আপাতত এই পরিষেবা কার্যকর করা হয়েছে। আগামী দিনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের অংশেও এই পরিষেবা কার্যকর করা হবে।টিকিট যে পদ্ধতিতে বুক করা যাবে- প্রথমে যাত্রীদের গুগল প্লে স্টোর থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর সেখানে ইউজারনেম এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর লোকেশন অপশনটি অন রাখতে হবে। এরপর লগইন করে ‘বুকিং ‘মেনুতে গিয়ে ‘বুক কিউ আর টিকিট’ এ ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরই কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চায় সেটা জানতে চাওয়া হবে যাত্রীদের থেকে। গন্তব্য স্টেশনের নাম সিলেক্ট করে ‘বুক টিকিট’ এ ক্লিক করতে হবে। এরপরই পেমেন্ট এর অপশন আসবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরই টিকিট বুক হয়ে যাবে। টিকিট বুক হয়ে যাওয়া পরই একটি কিউআর কোড জেনারেট হবে। সেই কিউআর কোডই হল মেট্রোর যাত্রীদের টিকিট। আর গেটের স্ক্যানারে কিউআর কোডটি ধরলেই যাত্রীদের জন্য দরজা খুলে যাবে। মেট্রো রেলের এহেন সিদ্ধান্তে উপকৃত হবে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। মেট্রোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বহু নিত্যযাত্রীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!