আগামী সোমবার থেকে কলকাতা ও শহরতলিতে কমছে বাস, ট্যাক্সি বাড়বে সংকট

0 0
Read Time:2 Minute, 24 Second

নিউজ ডেস্ক আগামী সোমবার থেকে কলকাতা ও শহরতলিতে কমতে চলেছে বেসরকারি বাস, মিনিবাস, হলুদ ট্যাক্সি, লাক্সারি ট্যাক্সিস ও অ্যাপ ক্যাবের সংখ্যা। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এই সঙ্কট আরও গভীর হতে চলেছে।
কারণ, হিসেবে উঠে আসছে নয়া মোটর ভেহিকলস বিধি ৮ ফেব্রুয়ারি পরিবহণ দফতর তাদের মোটর ভেহিকলস অ্যাক্ট-এ নতুন একটি ধারা যোগ করেছে। সেই ধারা বৃহস্পতিবার থেকে গোটা রাজ্যের সঙ্গে কলকাতা ও লাগোয়া সবকটি মোটর ভেহিকলস অফিসেও লাগু হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকে শহরের রাস্তায় নামা যেকোনও গাড়ি ফিটনেস সার্টিফিকেট রিনিউ করাতে হলে, তার গ্যারেজ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

প্রাইভেট গাড়ির ক্ষেত্রে তেমন সমস্যা নেই। কারণ সমস্ত গাড়ির ক্ষেত্রেই মালিকের বাড়ির বা গ্যারাজের ঠিকানা বা তার বৈধ কাগজ থাকে। কিন্তু সমস্যায় পড়েছে ট্যাক্সি, বাস সহ সিংহভাগ বাণিজ্যিক গাড়ি। যার বেশিরভাগ দিনের শেষে গ্যারাজ হয় রাস্তার ধারে। অতীতে পারমিট করানোর সময় একবার ঠিকানা দেওয়া হয়েছিল। তারপর একাধিক মালিকানা হাতবদল কারণে এই গাড়িগুলি এই মুহূর্তে ঠিকানা নেই।

এতদিন তা নিয়ে সমস্যা হয়নি। তবে এবার বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সমস্যা। পশ্চিমবঙ্গ মোটর ভেহিকলস অ্যাক্ট ১৯৮৯ অনুযায়ী গত ৩৩ বছর ধরে এভাবেই পারমিট ভিত্তিক কাগজপত্র দেখিয়ে এই বানিজ্যিক গাড়ি বা বাসগুলি ফিটনেস সার্টিফিকেট পেয়ে এসেছে। কিন্তু, নতুন সংশোধনীর পর কাল থেকে একের পর এক গাড়ির ফিটনেস রিনিউ আটকে যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!