কতটা উপকারী শ্বেত অপরাজিতা গাছের মূল
Read Time:1 Minute, 4 Second
নিউজ ডেস্ক:কতটা উপকারী শ্বেত অপরাজিতা গাছের মূল?শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের মূল আমাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে। অপরাজিতা ফুল সাধারণত দু’টি রঙের হয়, নীল এবং সাদা। নীল রঙের অপরাজিতা ফুল শিবের অত্যন্ত প্রিয়।এই গাছের মূল যদি আলমারি বা নিজের মানিব্যাগে রাখা হয়, তা হলে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়।এই মূল ধারণের উপকারিতা— দীর্ঘ দিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে।পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলবে।নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করে।শত্রু দমনে বিশেষ কার্যকরী এই মূল