বাড়ি ভরে থাক জুঁই ফুলের সুবাসে

0 0
Read Time:1 Minute, 47 Second

নিউজ ডেস্ক:বাড়ি ভরে থাক জুঁই ফুলের সুবাসে।।বেশিরভাগ বাড়িতেই জুঁই ফুল গাছ দেখা যায়৷ বাড়ির আশেপাশে ছোট্ট একটুখানি বাগান বা টব হলেই যথেষ্ট। তাতেই আপনার বসিয়ে দিতে পারেন জুঁই ফুল গাছ৷ খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না এই গাছের৷ সামান্য পরিশ্রমে সুগন্ধী এই ফুলের চাষ করা সম্ভব৷ পুজো ও বিয়ের কাজে জুঁই ফুল ব্যবহার করা হয়৷ তাই পুজো ও বিয়ের মরশুমে এই ফুলে চাহিদা থাকে ভালই৷ এই ফুল বিক্রি করে প্রচুর লক্ষ্মীলাভও হয় কৃষকদের৷সারাদিনে ঘণ্টাখানেক রোদই এই গাছের জন্য যথেষ্ট৷ টবে যদি এই গাছ বসানো হয়, তবে তা জানালার পাশে রাখতে হবে৷ শীতকালে ঠাণ্ডা হাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে গাছটিকে৷ গরমকালেও জুঁই ফুলের গাছের কোনও ক্ষতি হয় না৷ ফুলও ফোটে ভালই৷ শীতকালে সাধারণত জুঁই ফুল ফোটে কম৷ কিন্তু ওই সময়ই এই গাছটি বেড়ে ওঠার জন্য আদর্শ৷ তবে জুঁই ফুল যখন ফোটে তখন প্রচুর পরিমাণ জল প্রয়োজন৷ সেই সময় এই গাছের গোড়া ভিজে রাখতে পারলেই ভাল৷ সপ্তাহে প্রায় প্রতিদিনই জল দিতে হবে গাছে৷ তবে বর্ষার মরশুমে প্রতিদিন গাছে জল না দিলেও চলবে৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!